Suvendu Adhikari:মাঠে ঢুকে রেফারিকে লাথি তৃণমূল নেতার ভাইপোর, ভিডিও পোস্ট করে জোড়াফুলকে তুলোধনা শুভেন্দুর

TMC: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ফের একবার রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

TMC: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ফের একবার রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

author-image
Joyprakash Das
New Update
Raja Khan kicks referee,  Medinipur Municipality chairman’s Nephew football incident  ,Soumen Khan Nephew Raja Khan referee assault video  ,Raja Khan football match referee attack,  Suvendu Adhikari post Raja Khan referee incident,রাজা খান রেফারিকে লাথি মারলেন,  মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান ভাইপো ফুটবল কাণ্ড  ,সৌমেন খান ভাইপো ধারণা ফুটবল রেফারি আক্রমণ ভিডিও,  শুভেন্দু অধিকারীর ভিডিও রাজা খান কিক রেফারি,  মেদিনীপুর ফুটবল রেফারির ওপর আক্রমণ

শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ছবি।

ফুটবল ম্যাচে মাঠে নেমে তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি। তেড়ে গিয়ে রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে তৃণমূলকে তুলোধোনা করেছেন শুভেন্দু। যদিও ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

Advertisment

একটি ভিডিও পোস্ট করে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক যুবকের রেফারির দিকে তেড়ে গিয়ে লাথি মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নন্দীগ্রামের BJP বিধায়ক। শুভেন্দু অধিকারীর দাবি, ভিডিও-য় যে যুবককে তেড়ে গিয়ে রেফারিকে লাথি মারতে দেখা যাচ্ছে তিনি মেদিনীপুর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।

একটি ফুটবল ম্যাচ চলাকালীন খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য এবং পেশায় স্কুল শিক্ষক লক্ষণ মান্ডিকে তৃণমূলের চেয়ারম্যানের ভাইপো লাথি মেরেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওটি পোস্ট করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে এ ব্যাপারে আইনি পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে সাড়া রাষ্ট্রপতির, মুখ্যসচিবকে চিঠি দ্রৌপদী মুর্মুর

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারি কে লাথি !!! পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারি কে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়্গপুর সাব ডিভিশন রেফারি এসোসিয়েশন এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ও বটে।"

আরও পড়ুন-Offbeat destination:সবুজে সাজানো গ্রাম যেন ক্যালেন্ডারে টাঙানো ছবি, নদী-ঝর্ণার অপরূপ মেলবন্ধন উত্তরবঙ্গের এপ্রান্তে!

ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারি কে লাথি !!! পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের...

Posted by Suvendu Adhikari on Friday, August 15, 2025

বিরোধী দলনেতা আরও লিখেছেন, "আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার কে অনুরোধ করবো তপশিলী জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে, নচেৎ শ্রী লক্ষণ মান্ডি কে সুবিচার পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করবো।"

আরও পড়ুন-Janmashtami 2025:বর্ধমান থেকে কলকাতা, শ্রীকৃষ্ণের পুণ্যজন্মতিথি জন্মাষ্টমীতে বাংলায় উৎসবের মেজাজ!

এদিকে শুভেন্দু অধিকারীর এই ভিডিও পোস্ট ঘিরে জোরদার চর্চা ছড়িয়েছে। জেলা তৃণমূলের প্রবীণ নেতা অজিত মাইতি এই প্রসঙ্গে বলেছেন, "যদিও আমি ঘটনাটি জানি না। কম বয়সে যে কোনও উত্তেজনায় যে কোনও কাজ কেউ ঘটাতেই পারেন। আমি বিজেপি নই, যে সবেতেই সমর্থন করব। অন্যায় করলে নিশ্চই সেই মতো দলের তরফেও কথাবার্তা বলার চেষ্টা করব।"

tmc Suvendu Adhikari Bengali News Today