/indian-express-bangla/media/media_files/2024/12/23/ps0JLtK55TlfXkj4sd5a.jpg)
Suspected Tehreek-ul-Mujahideen terrorist arrested from West Bengal Canning: ক্যানিং থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি।
Javed Munshi had a plan to escape from Canning to Pakistan via Bangladesh: এর আগেও ক্যানিংয়ে এসেছিল জম্মু-কাশ্মীরের কুখ্যাত জঙ্গি জাভেদ মুন্সি। সে IED বানানোয় পারদর্শী বলে পুলিশ সূত্রের খবর। ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। তার বিরুদ্ধে আগেই UAPA ধারায় মামলা দায়ের হয়েছিল। IED বানানোয় মারাত্মক পারদর্শী ছিল জাভেদ। একাধিক নাশকতার সঙ্গে তার যোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ক্যানিংয়ে এসেছিল জাভেদ। দিল্লি থেকে বিমানে কলকাতায় নামে কাশ্মীরের এই কুখ্যাত জঙ্গি। ক্যানিং থেকে বাংলাদেশ, নেপাল হয়ে পাকিস্তানে যাওয়ার ছক ছিল তার।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এসে এক আত্মীয়ের বাড়িতে ওঠে জাভেদ। জাভেদের সেই আত্মীয় ক্যানিং এলাকায় গত ৩০ বছর ধরে শালের ব্যবসা করেন। জাভেদের আত্মীয় গোলাম মহম্মদ আদতে কাশ্মীরের বাসিন্দা। তবে আত্মীয়ের এই জঙ্গি-যোগের কথা বিন্দুমাত্র তাঁর জানা ছিল না বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গোলাম মহম্মদ নামে ওই ব্যক্তি। গত ১৯ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর সড়ক পথে ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিল জাভেদ।
আরও পড়ুন- Agartala News: সীমান্ত পেরিয়ে আগরতলায় ৩ বাংলাদেশি, কলকাতায় আসার পথেই গ্রেপ্তার
কাশ্মীর থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিল জম্মু-কাশ্মীর পুলিশ। জাভেদের কলকাতায় নামার কথা জম্মু-কাশ্মীর পুলিশই দেয় কলকাতার পুলিশকে। সেই মতো কলকাতায় নামার পর প্রতিনিয়ত জাভেদ মুন্সির গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা হয়। ক্যানিংয়ে এসে আত্মীয়ের বাড়িতে ওঠে জাভেদ। সেখান থেকেই কিছু ওষুধ কিনতে সে ক্যানিং হাসপাতাল মোড়ের কাছে গিয়েছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরায় পুলিশ জেনেছে ক্যানিং থেকেই বাংলাদেশ নেপাল হয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার ছক ছিল জাভেদের।
আরও পড়ুন- Mahishadal News: 'দিদির কাছে ক্ষমা চাইতে পারেন শুভেন্দু', জল্পনা উসকে বিরাট দাবি জয়প্রকাশের