House Collapse:লাগাতার বৃষ্টিতে বিরাট বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি

old house collapse: লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। তারই জেরে এবার ভেঙে পড়ল বহু পুরনো এই বাড়ি।

old house collapse: লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। তারই জেরে এবার ভেঙে পড়ল বহু পুরনো এই বাড়ি।

author-image
Mina Mondal
New Update
Jaynagar old house collapse,  300-year-old house collapsed,  Continuous rainfall West Bengal  ,Heavy rain damages heritage house,  Jaynagar rain accident  ,Old building collapse Bengal,  Monsoon destruction West Bengal  ,Rainfall house collapse Kolkata suburb,  Heritage property collapse Jaynagar,  West Bengal rain damages,জয়নগর পুরনো বাড়ি ভেঙে পড়া,  ৩০০ বছরের পুরনো বাড়ি ধস,  লাগাতার বৃষ্টি পশ্চিমবঙ্গ  ,ভারী বৃষ্টিতে বাড়ি ভাঙল , জয়নগরে দুর্ঘটনা,  পুরনো বাড়ি ধস জয়নগর,  বর্ষায় বাড়ি ভাঙন,  জয়নগরের ঐতিহ্যবাহী বাড়ি ভাঙল,  পশ্চিমবঙ্গে বৃষ্টির ক্ষতি,  লাগাতার বৃষ্টিতে দুর্ঘটনা

old house collapse: টানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে পুরনো বাড়ি।

Heavy rain damages heritage house:জয়নগর মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্র পরিবারের একটি বাড়ি দীর্ঘদিন যাবত কেউ না থাকার জন্য ভগ্নদশা হয়ে পড়েছে। প্রায় সময় ওই বাড়ি থেকে চাঙর ভেঙে রাস্তার উপরে পড়ে। যে রাস্তা দিয়ে ওই মিত্র বাড়ির পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একাধিক পরিবারের মানুষজন যাতায়াত করেন। বিগত তিন চার বছর ধরে এলাকার মানুষ ওই বাড়ির বর্তমান মালিক,স্থানীয় পুরসভা,ব্লক প্রশাসন এমনকি এসডিও অফিসে একাধিকবার জানিয়ে বহু চেষ্টা করেও সুরাহা করতে পারেনি, শেষে হাল ছেড়ে দিয়েছিলেন তারা। 

Advertisment

আর তারপরেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বৃহস্পতিবার রাতেই হুরমুরিয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি। ঘটনার জেরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। দুর্ঘটনায় কোনও মানুষের ক্ষতি না হলেও স্থানীয়রা জানায় ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একটি সারমেয়।

পরিত্যক্ত ওই বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল সহ পুলিশের একটি বিশেষ দল।এসে পৌঁছায় দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দলও।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:রাজ্যের OBC সংরক্ষণ নিয়ে বড় খবর! শেষমেষ কী জানাল সুপ্রিম কোর্ট?

নিজের ওয়ার্ডে এ ধরনের দুর্ঘটনা ঘটায় পৌর নাগরিকদের চাপের মুখে পড়েছেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।

আরও পড়ুন-Dilip Ghosh:পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ

তিনি জানিয়েছেন,প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পরিতক্ত বাড়িটির মালিককে একাধিকবার পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে।কিন্তু ওদের মালিকানায় পারিবারিক সমস্যা থাকায় বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আজ এই দুর্ঘটনা ঘটলো।তবে পুরসভার পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বাড়িটি ভেঙে ফেলা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন-Joint Entrance Exam:কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, আজই জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ?

South 24 Pgs Bengali News Today House Collapse