Advertisment

West Bengal Weather Update: জগদ্ধাত্রী পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? শীত নিয়ে রইল বড়সড় আপডেট!

IMD Weather Forecast Update: ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কিছু জেলায়। টানা চলবে দুর্যোগ? কোন কোন জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
chances of rain in 3 district of south bengal: দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Forecast: জগদ্ধাত্রী পুজোর মুখে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস।

Bengal Weather Today: বঙ্গে শীতের (Winter) দেখা নেই। সকাল ও সন্ধ্যার পর থেকে ঠাণ্ডার আমেজ থাকলেও পাকাপাকিভাবে এবার রাজ্যে শীত কবে থেকে পড়তে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে জানাতে পারেননি আবহাওয়াবিদরা। তবে ফের একবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকে আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান। তারই জেরে আবারও সাগর উত্তাল হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাতেও আগামী কয়েকদিন বড়সড় বদলের সম্ভাবনা নেই। 

শহর কলকাতার ওয়েদার আপডেট 

কলকাতা শহরেও আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। তিলোত্তমা মহানগরীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

আরও পড়ুন- Jagadhatri Puja 2024: ভিড় এড়িয়ে আলোর রোশনাইয়ে গা ভাসান, জগদ্ধাত্রী পুজোয় রেলের অভাবনীয় উদ্যোগ

আরও পড়ুন- Kunal Ghosh On Abhishek : ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর মুখ বদল! কুনালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে

আরও পড়ুন- WB Assembly By polls 2024: বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা! নির্লজ্জ প্রচার বলে তোপ শুভেন্দুর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। মনোরম আবহাওয়া দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরং দিন যত এগোবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বেশি করে অনুভূত হবে।

আরও পড়ুন- Mithun Chakraborty: শাহের সভায় 'গরমা-গরম' কথা বলে বিপাকে মিঠুন, বিরাট ঝামেলার সম্মুখীন পদ্মভূষণ অভিনেতা

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Jagadhatri Puja 2024 Chandannagar Jagadhatri Puja 2024
Advertisment