Advertisment

Firhad Hakim: মোদী ও রেখাকে বিঁধে ফিরহাদের 'মারাত্মক টিপ্পনি'! ঝাঁঝালো প্রতিবাদে তুমুল সোচ্চার BJP

Firhad Hakim: আবারও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। মোদী ও রেখাকে তুমুল আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপির বঙ্গ শিবির কলকাতার মেয়রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে সোচ্চার হয়েছে।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Controversy over Firhad Hamik's comments attacking Modi and Rekha Patra: মোদী ও রেখা পাত্রকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Controversy over Firhad Hamik's comments attacking Modi and Rekha Patra: ফের রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্যে বিতর্ক ছড়াল। এবার তিনি মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিয়ে। মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রে-রে করে উঠেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে বিজেপির নেত্রীরা। ফিরহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

Advertisment

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে এক জনসভায় বক্তব্য রাখছিলেন ফিরহাদ হাকিম তথা ববি হাকিম। সেই জনসভায় তিনি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেখা পাত্রকে। তিনি বলনে, "গত নির্বাচনের আগে এখানে একটা দাড়িওয়ালা লোক এসেছিল। কী নাম যেন তাঁর? নরেন্দ্র মোদী। সন্দেশখালির বাসিন্দাদের জন্য চোখের জলও ফেলেছিলেন।" অন্য দিকে রেখা পাত্রকে "হেরো মাল" বলে উল্লেখ করেন ববি। তাঁর এই মন্তব্যের তীব্র ভাষায় ধিক্কার জানান বিজেপির নেতা-নেত্রীরা। ফিরহাদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। 

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রকে। সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের ওপর শেখ শাহাজাহানের (Sheikh Shahjahan) বাহিনী অত্যাচার চালাত বলে অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধেই পথে নেমেছিলেন সেখানকার মহিলারা। রেখা পাত্র সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। রেখা পাত্র বলেন, "হাড়োয়া উপনির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম আমাদের দেশের প্রধানমন্ত্রী ও আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়। একজন মহিলা খেটে খাওয়া পরিবারে থেকে উঠে আসাকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী। তাঁদের সহ্য হয় না। আমাদের সম্প্রদায় নিয়েও আক্রমণ করেছেন। সন্দেশখালির মা-বোনেদের অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। যাঁরা অন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল সেই এসসি ও এসটি সম্প্রদায়কে অপমান করেছেন তিনি।" 

আরও পড়ুন- Eco Park-Kolkata: ভরপুর মনোরঞ্জনের নতুন ইভেন্ট ইকো পার্কে! কচিকাঁচা থেকে বয়স্ক, দেদার আনন্দে মাতবেন সবাই!

আরও পড়ুন- West Bengal Weather Update: জগদ্ধাত্রী পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? শীত নিয়ে রইল বড়সড় আপডেট!

অন্যদিকে BJP বিধায়ক অগ্মিমিত্রা পাল ফিরহাদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য দাবি করেছেন। পাশাপাশি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন তিনি। "নেত্রীর দেখানো পথেই প্রধানমন্ত্রীকে অপমান করছেন ফিরহাদ", এমনই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। 

আরও পড়ুন- Jagadhatri Puja 2024: ভিড় এড়িয়ে আলোর রোশনাইয়ে গা ভাসান, জগদ্ধাত্রী পুজোয় রেলের অভাবনীয় উদ্যোগ

এদিকে ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। সুকান্ত মজুমদার বলেছেন, "রাজ্যের মন্ত্রী ববি হাকিমের মন্তব্যে আমি হতবাক। সন্দেশখালির মহিলাদের সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন। তাঁদের নাকি বিশুদ্ধতা নষ্ট হয়ে গিয়েছে। একজন মহিলা প্রার্থীকে 'মাল' বলে উল্লেখ করেছেন। এই দৃষ্টিভঙ্গি সমাজের পক্ষে নিকৃষ্ট ও বিপজ্জনক। তীব্র নিন্দা করছি তাঁর মন্তব্যের।" শুভেন্দু অধিকারী বলেন, "ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিমের রেখা পাত্রকে অপমান করার কোনও অধিকার নেই। অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন মন্ত্রী। আইনি ব্যবস্থা নেওয়া উচিত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।"

narendra modi Firhad Hakim Rekha Patra
Advertisment