Advertisment

Doctor's Protest: বিচারের দাবিতে ফের কলকাতার রাজপথ দখল, চিকিৎসকদের মিছিলে বহু সাধারণ নাগরিক

RG Kar Case-Doctor's Protest: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে মিছিল। মহলয়ার আগের দিনে কলকাতার রাজপথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে মিছিলে সামিল বহু সাধারণ নাগরিক।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar protest, আরজি কর প্রতিবাদ

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতায় মিছিল।

Doctor's Protest: মহালয়ার আগে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ফের কলকাতার রাজপথ দখল। হাইকোর্টের অনুমতিতে কলেজ স্কোয়্যার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিশাল মিছিল। চিকিৎসকদের সমর্থনে এই মিছিলে বহু সাধারণ মানুষের যোগদান। মিছিলে সামিল বিশিষ্টদের অনেকে। চিকিৎসকদের ডাকে এই মিছিলে একেবারে পিছনের সারিতে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। মিছিলে হাঁটলেন সদ্য তৃণমূলত্যাগী সাংসদ জহর সরকার।

Advertisment

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে কলকাতায় চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে কাতারে কাতারে মানুষের ঢল। মহালয়ার আগে বিচার চেয়ে ফের রাজপথ দখল। চিকিৎসকদের সমর্থনে পথে নাগরিক সমাজের একটা বড় অংশ।

এদিনের মিছিলে বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যোগ দেন। মিছিলের একেবারে সামনের সারিতে চিকিৎসকরা। এর আগে এই মিছিল নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন চলেছে। এই মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। উচ্চ আদালতের অনুমতি নিয়েই আজ প্রতিবাদ মিছিলে চিকিৎসকরা।

 অন্যদিকে, ১০ দফা দাবিতে আজ থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরেছেন জুনিয়ার ডাক্তাররা। টানা অচলাবস্থা চলার পথ গত ২১ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে কাজে ফিরেছিলেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন- Junior Doctor's Cease Work: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, সরকারের কাছে ১০ দফা দাবি

আরও পড়ুন- Kalyan Banerjee: 'এটা একটা পতাকাহীন রাজনীতি', জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রবল আক্রমণ কল্যাণের

আরও পড়ুন- Durga Puja 2024: এপুজোয় দেবী দুর্গাকে শাঁখা-পলা পরানোয় বিপুল আগ্রহ! অবিবাহিত মেয়েদের উৎসাহের কারণ জানেন?

এভাবে দিন দশেক চলার পর ফের পূর্ণ কর্মবিরতির (Cease Work) পথে জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছেন তাঁরা। সেই দাবিগুলির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

Junior Doctors protest RG Kar Case
Advertisment