Advertisment

Kalyan Banerjee: 'এটা একটা পতাকাহীন রাজনীতি', জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রবল আক্রমণ কল্যাণের

Kalyan Banerjee-Junior Doctor's Protest: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে এর আগেও তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী প্রবলভাবে নিশানা করেছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctors Protest, Kalyan Banerjee, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Junior Doctor's Protest: পুজোর মুখে ফের পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির সিদ্ধান্তের তুমুল সমালোচনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। "হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়", আন্দোলনরত চিকিৎসকদের কজডা বার্তা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

ঠিক কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

"এটা একটা ফ্ল্যাগবিহীন রাজনীতি। চাপ দিয়ে সরকার বদল করা যায় না। মানুষ মনে করছেন ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন না। দাবি না মানলে মানুষের সেবা করব না, এটাও তো একটা থ্রেট কালচার। হাসপাতালে মানুষ সিনেমা দেখতে যায় না, পরিষেবা নিতে যায়। দু'দিনে ১৪ আগস্টের লোক করে দেখাক। বাংলাকে শোকস্তব্ধ করতে চেয়েছিল, ওদের জবাব দিয়ে দুর্গাপুজো হবে। মুখ্যমন্ত্রীকে ওরা বিশ্বাস করছে না, কয়েকজন সিনিয়র ডাক্তারকে ওরা বিশ্বাস করছে না, পিছন থেকে যেসব প্লেয়ার রয়েছে তাঁদের ওরা বিশ্বাস করছেন।"

উল্লেখ্য, আবারও পূর্ণ কর্মবিরতির পথে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে এবার মহালয়ার (Mahalaya) আগের দিনই পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের (Junior Doctor)। তবে দুর্গাপুজোর (Durga Puja) সময় আন্দোলনের রূপরেখা কী হতে চলেছে তা নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন তাঁরা। অন্যদিকে, আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে আজও শহর কলকাতায় প্রতিবাদ মিছিলে ডাক্তাররা।

আরও পড়ুন- Junior Doctor's Cease Work: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, সরকারের কাছে ১০ দফা দাবি

আরও পড়ুন- Durga Puja 2024: এপুজোয় দেবী দুর্গাকে শাঁখা-পলা পরানোয় বিপুল আগ্রহ! অবিবাহিত মেয়েদের উৎসাহের কারণ জানেন?

আরও পড়ুন- Eastern Rail: পুজোর মুখে বাম্পার সুখবর! রেলের এই শাখায় পরপর নতুন ট্রেন

এরপর আগামিকাল মহালয়ার দিনে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কাল কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত চলবে জুনিয়র ডাক্তারদের মহামিছিল। মিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করবেন তাঁরা।    

protest Kalyan Banerjee Junior Doctors
Advertisment