Kalatan Dasgupta Arrest: অডিও রেকর্ডিং কাণ্ডে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিপিএম। তৃণমূল সাংসদ কুণাল দাবি করেছিলেন রাজ্য সরকারকে বিপাকে ফেলতে এই চক্রান্ত। বাম ও অতি বামনেতার কথপোকথন রয়েছে অডিওতে। পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপের সত্যতা যাচাই করার পর গ্রেফতার করা হয়েছে দুজনকে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, "কলতান দাশগুপ্তের বেআইনি ও আক্রোশমূলক গ্রেপ্তারের ঘটনার আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি। যে ঘটনাক্রমের মধ্য দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে 'জাস্টিস ফর আরজি কর'-এর দাবিতে ঘটমান গণআন্দোলনকে বদনাম করার অপরাধমূলক ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে।" কলতানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে পুলিশকে।
'সদিচ্ছা আছে প্রমাণেই কালীঘাটে যাব', পাঁচ দফা দাবির পক্ষে জোর সওয়াল জুনিয়র ডাক্তারদের
সাংবাদিক সম্মেলন করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা। কুণালের দাবি ছিল, ফোনের এক পাশে যিনি রয়েছেন তাঁর নামের প্রথম অক্ষর 'স', ফোনের অন্য পাশে থাকা ব্যক্তির নামের প্রথম অক্ষর 'ক'।কুণালের এমন বিস্ফোরক অভিযোগের পরেই তদন্ত শুরু করে পুলিশ। গতকালই গ্রেফতার করা সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। তারপর পুলিশ গ্রেফতার করে সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে।
DYFI-এর মুখপাত্রের সম্পাদক কলাতন। তৃণমূল হামলার ছক বলে অভিযোগ করলেও সিপিএমের দাবি, পুরোটাই ষড়যন্ত্র। ১৪ অগাস্ট আরজি করে হামলার আগাম খবর ছিল না, আবার হামলার পর প্রকৃত হামলাকারীদের গ্রেফতারও করা হয়নি বলে সিপিএম অভিযোগ করেছে।
মহম্মদ সেলিমের দাবি, "এই ঘটনা একজন দৃঢ়চেতা তরুণ রাজনৈতিক কর্মীকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং সমগ্র আন্দোলনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মানহানি ছাড়া আর কিছুই নয়। আমরা কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি। এই ধরনের মিথ্যা জাল 'প্রমাণ' যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা দায়ের করার দাবি জানাচ্ছি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ করা হোক এই দাবিতেও আমরা অটল।"
জট কাটাতে মুখ্যমন্ত্রীর দুরন্ত উদ্যোগ, প্রশংসায় ভরালেন অভিনেতা দেব
লালবাজারের কাছে রাতভর অবস্থান থেকে ফেরার সময় ভোরবেলা কলতান দাশগুপ্তকে তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু কলতানকে ধরলে হবে না আসল মাথাকে ধরতে হবে। জুনিয়র চিকিৎসকদের হামলার ভয়ঙ্কর ছকের পরিকল্পনা তদন্ত করে বের করতে হবে।