/indian-express-bangla/media/media_files/ZGI2n2aMG3FhIhgUBRYX.jpg)
আন্দোলনকারী ও সরকারের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন অপর্ণা সেনরা।
Junior Doctor's Protest: বিদ্বজনেদের প্রস্তাব ফেরালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে দু'পক্ষকে ইমেল পাঠিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র সহ-সমাজের বিশিষ্টজনেরা। তবে তাঁদের সেই প্রস্তাব নাকচ করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
উল্লেখ্য, ১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরন অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত থেকে চলা একটানা অনশনে একে একে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই চারজন চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজাত ভদ্র সহ বিশিষ্টদের কয়েকজন। নবান্ন এবং জুনিয়র ডাক্তারদের এই ইমেল পাঠিয়েছিলেন তাঁরা।
সরকার এবং আন্দোলনকারী চিকিৎসকরা রাজি থাকলে তাঁদের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করতে রাজি আছেন অপর্ণা সেন, সুজাত ভদ্র, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রত্নাবলী রায়-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এই মর্মে তাঁরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন।
আরও পড়ুন- Weekend Trip: কলকাতার নাকের ডগায় অসাধারণ এই সমুদ্রতট, গেলে ফিরতে মনই চাইবে না!
যদিও গতকাল রাতেই অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, দাবি আদায়ে তাঁদের লড়াই জারি থাকবে। এই মুহূর্তে সরকারের সঙ্গে কথায় কোনও সমন্বয়কারীর প্রয়োজন আছে বলে তাঁরা মনে করছেন না।