/indian-express-bangla/media/media_files/bByTEZJrJJTYOumqX21a.jpg)
ঘুরে আসুন কলকাতার কাছেই অপরূপ এই সাগরতট থেকে।
Weekend Trip: উৎসবের মরশুমে বেড়ানোর একটা প্রবল হিড়িক লক্ষ্য করা যায়। ভ্রমণপ্রিয় বাঙালি বেড়াতে যেতে বরাবরই পছন্দ করেন। বড় কয়েকদিনের ট্রিপ অনেকের পক্ষেই সম্ভব হয় না কর্মব্যস্ততার জন্য। তবে দু-এক দিনের ছুটিতে যাঁরা ফাটাফাটি একটা ডেস্টিনেশনের খোঁজ করছেন তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন।
পূজোর ছুটিতে নির্জন নিরিবিলি অপরূপ একটি সমুদ্র পাড়ে যেতে চাইলে ঘুরে আসুন বঙ্গোপসাগর ঘেরা জম্বুদ্বীপ থেকে। বঙ্গোপসাগরের পাড়ের অপরূপ এই এলাকা আপনার মনকে নিমেষে সতেজ করে তুলবে। ভুলে যাবেন সমস্ত স্ট্রেস।
বঙ্গোপসাগর ঘেরা নির্জন এই দ্বীপে দেখা মেলে বহু পরিযায়ী পাখির। নাম না জানা সেই সব পাখির দলের কলকাকলি এলাকায় আলাদা একটা মাদকতা এনে দেয়। দক্ষিণ ২৪ পরগনার জেলার মধ্যে পরে এই দ্বীপ। এখানে পৌঁছোতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে ফ্রেজারগঞ্জে। বকখালির ঠিক আগেই পরে এই ফ্রেজারগঞ্জ।
কলকাতার দিক থেকে ট্রেনে গেলে শিয়ালদহ দক্ষিণ শাখায় গিয়ে নামখানা লোকাল ধরুন। নামখানায় নেমে ফ্রেজারগঞ্জ-বকখালির গাড়ি পেয়ে যাবেন। ফ্রেজারগঞ্জে পৌঁছে সেখান থেকে নৌকা বা ভুটভুটিতে আপনি চলে যেতে পারেন জম্বুদ্বীপে। ফ্রেজারগঞ্জ থেকে এই দ্বীপে যেতে সময় লাগবে মেরে কেটে ৪৫ মিনিট।
যদিও এখন আর এই দ্বীপে কাউকে নামতে দেওয়া হয় না। চাইলে বকখালি কিংবা ফ্রেজারগঞ্জে থেকে ঘুরে আসতে পারেন জম্বুদ্বীপ থেকে। বোটে করে জম্বুদ্বীপের আশপাশটা ঘুরে দেখতে পারেন। গোটা সমুদ্রতট জুড়ে লাল কাঁকড়ার সমাহার চোখ জুড়িয়ে দেবে।