“ওদেরও সতর্ক থাকা উচিত ছিল”, মহিলা ক্রিকেটার নিগ্রহে বিজেপির মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে তোলপাড়

ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের হয়রানি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, তোলপাড় ফেললেন বিজেপির এই হেভিওয়েট মন্ত্রী।

ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের হয়রানি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, তোলপাড় ফেললেন বিজেপির এই হেভিওয়েট মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP

মহিলা ক্রিকেটার নিগ্রহে বিজেপির মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে তোলপাড়

ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের হয়রানি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, তোলপাড় ফেললেন বিজেপির এই হেভিওয়েট মন্ত্রী। “ওদেরও সতর্ক থাকা উচিত ছিল”, মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। 

Advertisment

ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের সঙ্গে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়'র। তিনি বলেন, এই ঘটনাটি দুর্ভাগ্যজনক হলেও খেলোয়াড়দেরও নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকা উচিত ছিল।

আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগে চার হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি, রাজ্য-রাজনীতি তোলপাড়

Advertisment

বিজয়বর্গীয়র কথায়, “তিন দিন আগে ইন্দোরের একটি ক্যাফেতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। তবে, মহিলা ক্রিকেটাররা কাউকে না জানিয়ে, এমনকি  কোচকেও না জানিয়ে বাইরে চলে গিয়েছিলেন। সেটি তাদের  একটি ভুল।” তিনি আরও যোগ করেন, “ব্যক্তিগত নিরাপত্তা এবং পুলিশি সুরক্ষা থাকা সত্ত্বেও খেলোয়াড়রা কেন তাদের না জানিয়ে বাইরে গিয়েছিলেন, আর তারপরেই এই ঘটনা ঘটে। প্লেয়ারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা জরুরি।”

মন্ত্রী বলেন, “আমি মনে করি, আমরা যখন অন্য শহর বা দেশে যাই, তখন নিজেদের নিরাপত্তার দিকে নিজেরা খেয়াল রাখি"।  খেলোয়াড়দের উচিত ছিল স্থানীয় প্রশাসন বা নিরাপত্তা টিমকে জানিয়ে তবেই বাইরে যাওয়া, কারণ ভারতে ক্রিকেটারদের প্রতি মানুষের 'আবেগ' একটু বেশি"।  

আরও পড়ুন- হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প, ফের অমানবিক মার্কিন প্রেসিডেন্ট

অন্যদিকে, বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা অভিযুক্ত আকিল শেখকে “ভারতীয় সংস্কৃতিকে কলঙ্কিত করার ষড়যন্ত্রকারী একদল অসামাজিক ব্যক্তি” বলে আখ্যা দেন। তিনি জানান, “কোন মহিলা হিন্দু হোক বা মুসলিম, ভারতীয় হোক বা অস্ট্রেলিয়ান — আমরা প্রত্যেক নারীর নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করি।”

উল্লেখ্য, ইন্দোরে ঘটে যাওয়া এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত আকিল শেখ, যার বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, বাইক আরোহী ওই ব্যক্তি অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে  ধাওয়া করে এবং তাদের হয়রানি করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিক্ষোভ ছড়ায় এবং  প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন- মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট

Kailash Vijayvargiya bjp