Kajal Sheikh has been given Y + category security: এবার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখের নিরাপত্তা বাড়ানোর তথ্য সামনে আসতেই রাঙামাটির জেলায় জোরদার চর্চা ছড়িয়েছে। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আগামী ১৬ নভেম্বর বোলপুরের কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকের ঠিক আগে কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের অম্লমধুর সম্পর্ক বহুদিনের। কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার পর থেকে বীরভূমের রাজনীতিতে প্রাসঙ্গিকতা আরও বাড়তে শুরু করে কাজল শেখের। কেষ্ট-হীন বীরভূমে দলের রাশও অনেকটাই কাজলের ওপর দিয়ে দেয় খোদ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলা পরিষদের সভাধিপতি করা হয়েছে কাজলকে। 'কাজল অ্যান্ড কোম্পানি'র কাঁধে ভর করেই কেষ্ট-হীন বীরভূমে একে একে পঞ্চায়েত ও লোকসভার 'হার্ডল' সাফল্যের সঙ্গেই পেরিয়েছে তৃণমূল।
সম্প্রতি গরু পাচার মামলায় জামিন পেয়ে মুক্ত হয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত জেলায় ফিরতেই তাঁর অনুগামীদের সঙ্গে কাজল শেখের অনুগামীদের টক্কর ফের শুরু। অনুব্রত মণ্ডল দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে জেলার সংগঠন থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিলেন। এই দীর্ঘ সময়টায় একটু একটু করে নিজের জমি পাকাপোক্ত করে ফেলেছেন কাজল শেখ। দলের শীর্ষ নেতৃত্বের কাছেও কাজলের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীতভাবে বেড়েছে।
আরও পড়ুন- Bhatpara Shootout: নৈহাটির ভোট চলাকালীন ভাটপাড়ায় শুটআউট! চায়ের আড্ডায় তৃণমূল নেতাকে গুলি করে খুন
আগামী ১৬ নভেম্বর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বোলপুরে তৃণমূলের কার্যালয়ে সেই বৈঠক ডাকা হয়েছে। তার ঠিক আগে আগে কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- Naihati Boroma: ভোট বলে বন্ধ বড়মা'র দর্শন, পিছনের দরজা দিয়ে মন্দিরে TMC প্রার্থী, বেরোতেই বিক্ষোভ