Advertisment

Digha: ফাটাফাটি ব্যবস্থা! পর্যটকদের দুরন্ত মনোরঞ্জনে জমাটি উদ্যোগ, এবার ফাঁক পেলেই দিঘা ছুটবেন!

Digha: বছরভর দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘা বেড়ানোর আনন্দ এবার কয়েক গুণে বেড়ে যাবে। পর্যটকদের ভরপুর মনোরঞ্জনে এবার ফাটাফাটি বন্দোবস্ত প্রায় পাকা।

author-image
Debanjana Maity
আপডেট করা হয়েছে
New Update
ride called Giant Swing is launced at Dheu Sagar Park in Digha: দিঘার ঢেউ সাগর পার্কে জায়ান্ট সুইং রাইড

Digha: দিঘার সমুদ্র পাড়।

Giant Swing is launced at Dheu Sagar Park in Digha for the entertainment of tourists: শারদোৎসবের পালা শেষ। আলোর উৎসব কালিপুজো-দীপাবলির পর মিটেছে ভাইফোঁটার পর্বও। উৎসবের মরশুমে এমনিতেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র নগরী দিঘায় তিলধারণের জায়গা থাকে না। এমনিতেই রাজ্যের এই সৈকত শহরে পর্যটকদের ভিড় বছরভঙর থাকে। তবে এবার ভ্রমণপিপাসুরেদর মনোরঞ্জনে আরও এক জমাটি বন্দোবস্ত করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘায় নতুন আলোকসজ্জা সহ নানা উদ্যোগ সৈকতনগরীর আকর্ষণ আরও বাড়াচ্ছে। সেই সঙ্গে সমুদ্রের পাড় বাঁধাইয়েরও কাজ চলছে পুরোদমে। 

Advertisment

পর্যটকদের মনোরঞ্জনে দিঘায় নয়া কী উদ্যোগ? 

পাড়ে বসে সমুদ্রের উতাল পাথাল করা ঢেউ দেখতে দিঘায় বেশ কিছু বসার আসনের ব্যবস্থা করা হয়েছে। নিউ দিঘায় (New Digha) স্পিডবোটে সমুদ্র বিহারের পাশাপাশি প্যারাসেলিং ও বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে সমুদ্র দোলনা, যা ইতিমধ্যেই পর্যটকদের কাছে দারুণ চমকপ্রদ হয়ে উঠেছে। নিউ দিঘার ঢেউ সাগর কম্পাউন্ডের মধ্যেই সুসজ্জিত এই হাই স্ট্যান্ড দোলনায় ঝুলে ঝুলে সমুদ্র দর্শনের সুযোগ মিলবে। 

'ঢেউ সাগর' কর্তৃপক্ষের দাবি 'জায়েন্ট সুইং' (Giant Swing) নামের এই বিশেষ রাইড বিদেশে খুব বিখ্যাত। ইতিমধ্যেই দুবাই, বালি ও থাইল্যান্ডে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই রাইড। তবে বাংলায় দিঘাতেই এই রাইডটি প্রথম বসানো হয়েছে। পর্যটকদের জন্য জনপ্রতি এই রাইডে বসার খরচ ১০০ টাকা। আগামী দিনে পর্যটকদের মনোরঞ্জনে এমন আরও রাইডের বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম কোর্টে পিছোল আরজি কাণ্ডের শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনবে কবে?

আরও পড়ুন- Malda News: গৃহবধূকে 'ধর্ষণ' সিভিক ভলান্টিয়ারের, লোকাল পুলিশ কান পাতছে না দেখে SP-র কাছে নির্যাতিতা, তারপর?

আরও পড়ুন- Jagaddhatri Puja 2024: চোখ জুড়নো দেবীমূর্তি, তাকলাগানো মণ্ডপ, ভুবনভোলানো আলোকসজ্জা, জগদ্ধাত্রীর আরাধনায় তৈরি চন্দননগর

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, "নিউ দিঘায় 'ঢেউ সাগর' পার্কে 'জায়েন্ট সুইং' নামে একটি আধুনিক দোলনা তৈরি হয়েছে। এখনও উদ্বোধন হয়নি। ট্রায়াল চলছে। এই ধরনের দোলনা বিপজ্জনকও বটে।  প্রশাসনের কাছে আর্জি, সব নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখে তবেই এই দোলনা চালুর অনুমতি দেওয়া হোক।"

Digha Digha Tourism Digha-Shankarpur Board Tourists in Digha Digha Dheu Sagar Park
Advertisment