Giant Swing is launced at Dheu Sagar Park in Digha for the entertainment of tourists: শারদোৎসবের পালা শেষ। আলোর উৎসব কালিপুজো-দীপাবলির পর মিটেছে ভাইফোঁটার পর্বও। উৎসবের মরশুমে এমনিতেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র নগরী দিঘায় তিলধারণের জায়গা থাকে না। এমনিতেই রাজ্যের এই সৈকত শহরে পর্যটকদের ভিড় বছরভঙর থাকে। তবে এবার ভ্রমণপিপাসুরেদর মনোরঞ্জনে আরও এক জমাটি বন্দোবস্ত করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘায় নতুন আলোকসজ্জা সহ নানা উদ্যোগ সৈকতনগরীর আকর্ষণ আরও বাড়াচ্ছে। সেই সঙ্গে সমুদ্রের পাড় বাঁধাইয়েরও কাজ চলছে পুরোদমে।
পর্যটকদের মনোরঞ্জনে দিঘায় নয়া কী উদ্যোগ?
পাড়ে বসে সমুদ্রের উতাল পাথাল করা ঢেউ দেখতে দিঘায় বেশ কিছু বসার আসনের ব্যবস্থা করা হয়েছে। নিউ দিঘায় (New Digha) স্পিডবোটে সমুদ্র বিহারের পাশাপাশি প্যারাসেলিং ও বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে সমুদ্র দোলনা, যা ইতিমধ্যেই পর্যটকদের কাছে দারুণ চমকপ্রদ হয়ে উঠেছে। নিউ দিঘার ঢেউ সাগর কম্পাউন্ডের মধ্যেই সুসজ্জিত এই হাই স্ট্যান্ড দোলনায় ঝুলে ঝুলে সমুদ্র দর্শনের সুযোগ মিলবে।
'ঢেউ সাগর' কর্তৃপক্ষের দাবি 'জায়েন্ট সুইং' (Giant Swing) নামের এই বিশেষ রাইড বিদেশে খুব বিখ্যাত। ইতিমধ্যেই দুবাই, বালি ও থাইল্যান্ডে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই রাইড। তবে বাংলায় দিঘাতেই এই রাইডটি প্রথম বসানো হয়েছে। পর্যটকদের জন্য জনপ্রতি এই রাইডে বসার খরচ ১০০ টাকা। আগামী দিনে পর্যটকদের মনোরঞ্জনে এমন আরও রাইডের বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম কোর্টে পিছোল আরজি কাণ্ডের শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনবে কবে?
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, "নিউ দিঘায় 'ঢেউ সাগর' পার্কে 'জায়েন্ট সুইং' নামে একটি আধুনিক দোলনা তৈরি হয়েছে। এখনও উদ্বোধন হয়নি। ট্রায়াল চলছে। এই ধরনের দোলনা বিপজ্জনকও বটে। প্রশাসনের কাছে আর্জি, সব নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখে তবেই এই দোলনা চালুর অনুমতি দেওয়া হোক।"