/indian-express-bangla/media/media_files/2025/07/13/expect-heavy-rains-from-monday-predicts-imd-2025-07-13-08-35-45.jpg)
Kolkata Weather Today: আজ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Kolkata Weather Update:কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টির দাপট খুব একটা জোরালো হবে না, তাই কালীপুজোর আনন্দে ভাঁটা পড়ার সম্ভাবনা কম।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে পুজো পরবর্তী উৎসবের আবহাওয়া খুব একটা বিঘ্নিত হবে না।
আরও পড়ুন- বর্গী হানার সাক্ষী ওঁয়াড়ি গ্রামের বড়মা, ৫০০ বছরেও অটুট সম্প্রীতির প্রতীক
উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকায় ক্রমশ বাড়বে ঠান্ডার অনুভূতি। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া থাকবে মনোরম ও শুষ্ক।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা ফের বাড়ছে
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তার সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর উপকূলে। তবে এর প্রভাবে আগামী সপ্তাহে ফের একবার বাংলার জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-TMC leader attack:কালীপুজোর দিনে দাপুটে তৃণমূল নেতাকে পরপর গুলি, চাঞ্চল্যকর কাণ্ডে এলাকায় তোলপাড়
সব মিলিয়ে, কালীপুজো পরবর্তী দিনে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির দেখা মিললেও, উত্তরবঙ্গে ক্রমশ নামছে তাপমাত্রা। এবার কবে থেকে নামবে শীত—সেই দিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।