Advertisment

Kalyan Banerjee: থ্রেট কালচারে অভিযুক্তদের খুল্লমখুল্লা সমর্থন কল্যাণের, ধুয়ে দিলেন TMCP সভাপতি তৃণাঙ্কুরকে

Kalyan Banerjee-Trinankur Bhattacharya: এবার দলেরই ছাত্র সংগঠনের রাজ্য সভাপতিকে নিশানা করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের আক্রমণের পাল্টা জবাবও দিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMC’s Kalyan Banerjee hurts himself,TMC MP Kalyan Banerjee,BJP MP Abhijit Gangopadhyay, Waqf Bill meet,তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওয়াকফ বিল

TMC MP Kalyan Banerjee: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Kalyan Banerjee attacks Trinankur Bhattacharya: "কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে", আরজি কর মেডিকেল কলেজের সাসপেন্ডেড চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এভাবেই দলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে একহাত নিলেন শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পাল্টা জবাবও দিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর উত্তাল পরিস্থিতি হয় রাজ্যজুড়ে। তখনই প্রকাশ্যে আসে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি। আরজি করে থ্রেট কালচারের অভিযোগে ৫১ জন চিকিৎসক পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডেড চিকিৎসক পড়ুয়াদের অনেকেই তৃণমূলের সংগঠন করেন। তাঁদের অনেকেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যও বটে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আরজি করের সাসপেন্ডেড চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়াননি। এই ইস্যুতে এবার দলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সংবাদমাধ্যমে কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

"বাচ্চা-বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই। তাঁরা আসছে আমার কাছে। সাসপেন্ড করা হল, TMCP-র ছেলে। অথচ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও কথাই নেই। কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়ে থেকে গেল।"

আরও পড়ুন- West Bengal News Live: উত্তরবঙ্গ মেডিক্যালের ৭ পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

আরও পড়ুন- Lottery King Santiago Martin: ইডি তল্লাশিতে বিরাট ফাঁপরে লটারি কিং! কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, পরিমাণ জানলে চমকে যাবেন

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূল রাজ্য পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সংবাদমাধ্যমে তিনি বলেন, "সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আছেন। আমি যদি কিছু করি, সেটা আমি বলতে চাই না। দলের নেতৃত্ব যেভাবে আমাকে বলবে, আমি সেভাবেই চলব। যে দায়িত্ব দেবে সেটা পালন করব।"

আরও পড়ুন- PM Awas Yojana: বন্যায় ভেঙেছিল মাটির ঘর, আড়াই মাস নদীবাঁধে তাঁবুই ছিল আস্তানা, অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মিলছে আবাসের বাড়ি

Kalyan Banerjee TMCP RG Kar Medical College RG Kar Case Trinankur Bhattacharya
Advertisment