Advertisment

Eastern Rail: পুজোর মুখে বাম্পার সুখবর! রেলের এই শাখায় পরপর নতুন ট্রেন

Eastern Railway: দুর্গাপুজোর ঠিক মুখে এবার বাংলার এই শাখার লেরযাত্রীদের জন্য দারুণ সুখবর। একলপ্তে পরপর কয়েকটি নতুন ট্রেন চালু হয়ে যাচ্ছে এই শাখায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Rail,MEMU Train, মেমু ট্রেন, পূর্ব রেল

প্রতীকী ছবি।

Eastern Rail-MEMU passenger train: যাত্রী স্বার্থে ফের একবার দুরন্ত উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন চারটি MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা হতে চলেছে। যার জেরে আজিমগঞ্জ – কসিমবাজার এবং আজিমগঞ্জ – কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে থাকা বিপুল সংখ্যক রেলযাত্রী দারুণ উপকৃত হবেন। আগামী ৪ অক্টোবর থেকে এই পরিষেবা নিয়মিতভাবে শুরু হয়ে যাবে। এই নতুন ট্রেনগুলির সূচনা সম্পর্কে বিস্তারিতভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রেলের তরফে। 

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

পূর্ব রেল আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে আজিমগঞ্জ–কসিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। এই পরিষেবার নিয়মিত কার্যক্রম ৪ অক্টোবর ২০২৪ থেকে শুরু হবে।
 নতুন এই ব্যবস্থায়, আজিমগঞ্জ ও কসিমবাজার এর মধ্যে প্রতিদিন তিন জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশন এর মধ্যে প্রতিদিন এক জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে। এই পরিষেবাগুলি যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা বৃদ্ধি করবে এবং যাতায়াতের সুবিধা আরও উন্নত করবে।

ভাগীরথী নদী মুর্শিদাবাদ-আজিমগঞ্জ অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে এবং এই নতুন ট্রেন পরিষেবা নদীর দুই প্রান্তের মধ্যে নতুন সংযোগ প্রদান করবে। মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে, যা যাতায়াতের সময় কমিয়ে দেবে এবং স্থানীয় ব্যবসা ও বাণিজ্যকে উৎসাহিত করবে। আজিমগঞ্জ ও কসিমবাজার (মুর্শিদাবাদ হয়ে) এবং কৃষ্ণনগর ও আজিমগঞ্জ (মুর্শিদাবাদ হয়ে) এর মধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে।

এই পরিষেবাগুলি অঞ্চলটির রেল যোগাযোগ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য উন্নতি চিহ্নিত করছে এবং প্রতিদিনের হাজার হাজার যাত্রী উপকৃত হবে। এটি সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সাহায্য করবে।

আরও পড়ুন- Durga Puja 2024: স্বপ্নে পাওয়া বাসনে ভোগ নিবেদন মা দুর্গাকে! প্রাচীন এই পুজো ঘিরে চর্চা সীমাহীন!

আরও পড়ুন- Junior Doctor's Cease Work: ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, সরকারের কাছে ১০ দফা দাবি

ট্রেন পরিষেবার সময়সূচি:

03012 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে সকাল ৭:২০ টায় রওনা দেবে এবং কসিমবাজার পৌঁছাবে ৭:৪০ টায়। 03011 কসিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে সকাল ৮:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৮:২০ টায়। এই ট্রেনটি উভয় পথে মুর্শিদাবাদে থামবে (আগমণ: সকাল ৭:৩১ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৭:৩২ ঘন্টায়   ও আগমণ: সকাল ৮:০৭ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৮:০৮ ঘন্টায়  )।

আরও পড়ুন- Success Story: অভাবনীয় প্রতিভার বিচ্ছুরণ! জাতীয়স্তরে 'সেরার সেরা'র বাংলার মেয়ে, মুঠোয় আকাশচমুম্বী সাফল্য

03014 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৮:২৫ টায় রওনা দেবে এবং কসিমবাজার পৌঁছাবে ৮:৪৫ টায়। 03013 কসিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে রাত ৯:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৯:২০ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৮:৩৬ ঘন্টায় , প্রস্থান:  রাত ৮:৩৭ ঘন্টায়  ও আগমণ: রাত ৯:০৭ ঘন্টায় , প্রস্থান: রাত ৯:০৮ ঘন্টায় ) ।

03016 আজিমগঞ্জ – কসিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কসিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। 03015 কসিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কসিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৯:২১ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:২২ ঘন্টায় ও আগমণ: রাত ৯:৫২ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:৫৩ ঘন্টায়)।

আরও পড়ুন- Kolkata Metro Durga Pujo Timing: চতুর্থী থেকে ত্রয়োদশী কতক্ষণ পর্যন্ত চলবে ট্রেন, পুজোর বাম্পার ঘোষণা মেট্রোরেলের

03020 আজিমগঞ্জ – কৃষ্ণনগর যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে বিকাল ৪:০৫ টায় রওনা দিয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে সন্ধ্যে ৬:২৫ টায়। 03019 কৃষ্ণনগর – আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন কৃষ্ণনগর থেকে রাত ৭:৩০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ৯:৫৫ টায়। এই ট্রেনটি উভয় অভিমুখে যাত্রা পথে  মুর্শিদাবাদ, কসিমবাজার, বহরমপুর কোর্ট, নতুন বলরামপুর হল্ট, সারগাছি, ভাবতা , বেলডাঙা, রেজিনগর, সিরাজনগর হল্ট, পলাশী, পাগলা চাঁদী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়াডহরী , মুরাগাছা, ধুবুলিয়া এবং বাহাদুরপুর স্টেশনে থামবে।

Eastern Railway Train West Bengal
Advertisment