Kanchan Mallick:সম্প্রতি তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সন্তানের জন্মের খরচের বিল নিয়ে জোরদার চর্চা শুরু হয়। কাঞ্চনের সন্তান জন্মের জন্য হাসপাতালে খরচ হয়েছে ৬ লক্ষ টাকা। এই ৬ লক্ষ টাকার বিল নাকি রাজ্য বিধানসভায় জমা দিয়েছেন কাঞ্চন মল্লিক। তবে সংবাদমাধ্যমকে তৃণমূলের অভিনেতা বিধায়ক জানিয়েছেন, তিনি এমন কোনও বিল জমা দেননি। তবে তাতেও বিতর্ক কিন্তু থামছে না।
আবারও চর্চায় কাঞ্চন মল্লিক। সম্প্রতি তাঁর কন্যা সন্তানের জন্ম হয়েছে। তারপরেই শোনা যায় কন্যা সন্তানের জন্মের খরচ বাবদ হাসপাতালের বিল ৬ লক্ষ টাকা হয়েছে। সেই টাকা পেতেই নাকি সন্তান খরচের বিল রাজ্য বিধানসভায় জমা দিয়েছেন তৃণমূলের বিধায়ক। ৪ লক্ষ টাকা শুধুমাত্র চিকিৎসকের খরচ হিসেবে দেখানো হয়েছে সেই বিলে। অন্যান্য খরচ রয়েছে ২ লক্ষ টাকার।
সন্তানের জন্মের খরচের এই বিপুল পরিমাণ বিলের টাকা নিয়ে হুলস্থূল পড়ে যায় রাজ্য বিধানসভায়। তাবড় বিধায়করা বিষয়টি নিয়ে জোরদার চর্চা শুরু করে দিয়েছেন। বিতর্ক বাড়তে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক্ষেত্রে পুরো বিষয়টি তাঁর নজরে রয়েছে। সব নথিপত্র যাচাই করার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- Christmas 2024: বড়দিনে শহরে উৎসবের মেজাজ, যাত্রী স্বার্থে যুগান্তকারী বন্দোবস্ত কলকাতা মেট্রোর
তবে বিতর্ক বাড়তেই এক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছেন কাঞ্চন নিজেও। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন কোনও বিল তিনি বিধানসভায় জমা করেননি। যদিও তারপরে তিনি জানান, বিধায়ক হিসেবে তারা স্বাস্থ্য সংক্রান্ত খরচের টাকা পান। তবে সেই বিল কত তিনি জমা দেবেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।