শুভেন্দুর কাঁথিতে বসেই অভিষেকের দুরন্ত কীর্তি দারুণ চর্চায়!

colorful lamps: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে অভিষেকের অপরূপ এই কীর্তি দারুণ চর্চায়।

colorful lamps: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে অভিষেকের অপরূপ এই কীর্তি দারুণ চর্চায়।

author-image
Debanjana Maity
New Update
Kanthi artist,  Abhishek Nandi,  modern clay lamps,  handmade lamps  ,Diwali lamps  ,Durga Puja lighting,  decorative diyas,  terracotta lamps,  colorful lamps  ,scented lamps,  gel lamps , online sale Flipkart Amazon,  artisan initiative,  Anchal organization,  Bengal handicraft,কাঁথি শিল্পী  ,অভিষেক নন্দি  ,আধুনিক মাটির প্রদীপ,  হাতের তৈরি প্রদীপ  ,দীপাবলির প্রদীপ,  দুর্গাপুজোর আলোকসজ্জা  ,শোভাময় প্রদীপ,  টেরাকোটা প্রদীপ  ,রঙিন প্রদীপ  ,সুগন্ধি প্রদীপ,  জেল প্রদীপ  ,অনলাইন বিক্রি Flipkart Amazon  ,শিল্পীর উদ্যোগ,  আঁচল সংস্থা  ,বাংলার হস্তশিল্প

অভিষেকের দারুণ কীর্তি চর্চায়!

পুজো এলেই রঙিন আলোয় সেজে ওঠে ঘরবাড়ি থেকে মণ্ডপ। এবারের পুজোয় সেই আলোকসজ্জায় নতুন মাত্রা যোগ করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কাঁথির হস্তশিল্পী অভিষেক নন্দী। তিনি বাজারে এনেছেন আধুনিক মাটির প্রদীপ, জল প্রদীপ, সুগন্ধি প্রদীপ ও জেল প্রদীপের সম্ভার।

Advertisment

শুধু কাঁথিতেই নয়, অভিষেকের তৈরি এই চোখ ধাঁধানো প্রদীপ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়, এমনকি ভিন রাজ্যেও। কাঁথিতে তিনি খুলেছেন ‘আঁচল’ নামের একটি সংস্থা। সেখানে এলাকার মৃৎশিল্পীদের কাজে লাগিয়ে আধুনিক প্রদীপ তৈরি করে বাজারে সরবরাহ করছেন। পাশাপাশি কাঁথি বাইপাসে খোলা হয়েছে একটি স্টল, যেখান থেকে রংবেরঙের প্রদীপ কেনার সুযোগ থাকছে। অনলাইন পরিষেবার মাধ্যমেও পাওয়া যাচ্ছে এই প্রদীপ।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের রেশন দুর্নীতি মামলা নিয়ে তুমুল তৎপরতা! জ্যোতিপ্রিয় মল্লিকদের জামিন খারিজের আর্জি

Advertisment

অভিষেকের স্টলে রয়েছে প্রায় ৮-১০ প্রকার প্রদীপ। এর দাম ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত। ইতিমধ্যেই তাঁর তৈরি প্রদীপ কলকাতার টালিগঞ্জ, গড়িয়াহাট ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরুতেও। পাশাপাশি flipkart ও amazon-এর মতো অনলাইন প্ল্যাটফর্মেও মিলছে অভিষেকের প্রদীপ।

অভিষেক জানিয়েছেন, “বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই কাজ করতে হবে। বাঙালির বারো মাসে তেরো পার্বণে প্রদীপ লাগে। তাই আধুনিক দৃষ্টিনন্দন প্রদীপ তৈরি করার চেষ্টা করি। সারা বছর তৈরি হলেও পুজোর সময়ে চাহিদা অনেক বেশি থাকে। এবারে প্রায় ৬০০০ রঙিন প্রদীপ তৈরি করা হয়েছে। চাহিদা বাড়লে সেই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।”

আরও পড়ুন-Amader Para Amader Samadhan:পাড়ায় সমাধান শিবিরে গিয়ে তালাবন্দি BDO, বিরাট বিক্ষোভে দিলেন দৌড়!

অভিষেকের এই উদ্যোগের ফলে এলাকার বহু যুবক-যুবতী ও মৃৎশিল্পীর নতুন করে আয়ের পথ খুলেছে। আগামী দিনে প্রদীপ রপ্তানি বিদেশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। খুচরো ও পাইকারি—দুই ভাবেই বিক্রি হয় প্রদীপ। ক্রেতারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তাঁর সঙ্গেও। ঘরে বসেই মিলবে আধুনিক প্রদীপ।

আরও পড়ুন- Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর

Bengali News Today Kanthi clay lamps