/indian-express-bangla/media/media_files/2025/09/20/cats-2025-09-20-17-40-34.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: কুড়মি জাতিকে তফসিলি জনজাতিভুক্ত করার দাবি-সহ একাধিক দাবিতে চলছে আন্দোলন-বিক্ষোভ। পূর্ব ঘোষণা মতই নিজেদের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল রোকো আন্দোলনের পথে হেঁটেছে কুড়মি সমাজ। শনিবার বিকেলে কুড়মি সমাজের বিক্ষোভের জেরে ধুন্ধুমার। পুলিশ বিক্ষোভ হটানোর চেষ্টা করতেই পুরুলিয়ার কোটশিলা স্টেশনে তুলকালাম বেধে যায়। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ কর্মীদের। জখম হন আটজন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমনকি কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়তে হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও থমথমে রয়েছে।
STORY | Rail blockade by Kurmis underway in Jharkhand, train services partially affected
— Press Trust of India (@PTI_News) September 20, 2025
Defying prohibitory orders, a rail blockade by Kurmis is underway at various stations in Jharkhand on Saturday morning, disrupting train services partially in the state, officials said.… pic.twitter.com/s2l5633H6b
কড়মি সমাজের ‘রেল রোকো’ প্রতিবাদে জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। কুড়মি সম্প্রদায়ের সদস্যরা রেলপথে বসে আন্দোলন চালান। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য রেলওয়ের বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, আন্দোলনে জেরে বহু ট্রেন দেরি বা বিকল্প পথে চালানো হয়েছে।
#WATCH | Jamshedpur, Jharkhand: On the Kurmi community to hold the 'Rail-Roko' protest, Railway Protection Force (RPF) Officer, Jitendra Chandra Das says, "No one has come in since morning. Two or four ladies tried to come in but were turned away from the outside. So far, some… pic.twitter.com/xc1NdPp3Rm
— ANI (@ANI) September 20, 2025
সংবেদনশীল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে, সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে সকাল থেকেই চলে নজরদারি। কুড়মিসম্প্রদায়ের আন্দোলনের ফলে ১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ঘাটশিলায় আটকে যায়। সকাল ৯টা থেকে প্রতিবাদকারীরা রেললাইনে বসে পড়েন। সম্প্রদায়ের নেতারা দাবি করেছেন, সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্ত করা হোক এবং কুড়মালি ভাষা সংবিধানের অষ্টম সূচকে অন্তর্ভুক্ত হোক।
নবদ্বীপে BJP কর্মী খুনের ঘটনায় এবার পুলিশকে হুঁশিয়ারি BJP নেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের কোনও নাগরিককে তৃণমূল সরকার নিরাপত্তা দিতে পারে না। নবদ্বীপে বিজেপি কর্মীকে পরিকল্পনা করে খুন। চারজনের বিরুদ্ধে FIR হয়েছে, কাউকে গ্রেফতার করা যায়নি। এই পুলিশের প্রতি মানুষের আস্থা নেই। দেহ নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। পুলিশকে আগামী সোমবার পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার বিকেলে নবদ্বীপে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হবে।"
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই অত্যাচার, অভিযোগ মমতার। 'সবার মাতৃভাষা আছে । 'সব ভাষাকেই সম্মান করুন', শ্রীভূমি পুজো মন্ডপের উদ্বোধনে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। পুজোর দিনগুলিতে রাজ্যবাসীকে শান্তিতে, সুস্থ থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। এদিন ইডির আইনজীবী আদালতে তাঁর সওয়ালে বলেন, "গত ২২ জুলাই নোটিশ দিয়ে মন্ত্রীর কাছে নথি চাওয়া হয়। আয়কর, ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া হয়।
নথি জমা দিতে ৭ দিন সময় দেওয়া হয়েছিল। সময়ের মধ্যে উনি নথি জমা দেননি। চার্জশিট জমা হল গত ৬ আগস্ট, তারপর নথি জমা দিতে এলেন। জমি ও জমির নথির বৈষম্য। মুরারইয়ে জমি আধিকারিকের দফতরে মেলা নথিতেও বৈষম্য।" এরপরেই ইডির আইনজীবী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন খারিজের আর্জি জানান। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলে মনে করে কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন-ফের উৎসবের মরসুমে ভারতের উপর ভয়ঙ্কর হামলার ছক পাকিস্তানের? সীমান্তে সেনা-জঙ্গি এনকাউন্টার
- Sep 20, 2025 15:52 IST
Kolkata News Live Updates:হু হু করে ছড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’র সংক্রমণ
কেরলে ফের ছড়িয়ে পড়ছে মারণ ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ (Naegleria fowleri) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৬১টি আক্রান্তের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে তিন মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছরের বৃদ্ধ। গত বছর জুন-জুলাই মাসে কোঝিকোড়, মলাপ্পুরম এবং কন্নুর জেলায় এই সংক্রমণ ধরা পড়েছিল।
পুজোর আগেই নয়া আতঙ্ক, হুহু করে ছড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’র সংক্রমণ, ১৯ জনের মৃত্যুতে তোলপাড়
- Sep 20, 2025 15:51 IST
Kolkata News Live Updates:সীমান্তে সেনা-জঙ্গি এনকাউন্টার
ফের ভারতের উপর হামলার ছক পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান। শুক্রবার সন্ধ্যায় নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই অভিযানে নামে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে একজন জওয়ান গুরুতরভাবে আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ফের উৎসবের মরসুমে ভারতের উপর ভয়ঙ্কর হামলার ছক পাকিস্তানের? সীমান্তে সেনা-জঙ্গি এনকাউন্টার
- Sep 20, 2025 15:50 IST
Kolkata News Live Updates:সন্ত্রাস ইস্যুতে কোনঠাসা পাকিস্তান
সন্ত্রাস নয়, বিশ্বাসের উপর সহযোগিতা নির্ভরশীল'। সিন্ধু চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধোনা ভারতের। পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত পাকিস্তানকে সতর্ক করেছে। পাশাপাশি সন্ত্রাস ইস্যুতে ভারতের জিরো টলারেন্স স্পষ্টভাবে আন্তর্জাতিক মহলের সামনে জানিয়েছে। এখন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেছে যে সহযোগিতা সন্ত্রাসবাদের উপর নয়, বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। UNHRC জেনেভা অধিবেশনে ভারতীয় কূটনীতিক অনুপমা সিং সাফ জানিয়েছেন, স্থায়ী সহযোগিতা সন্ত্রাসবাদের উপর নয়, বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে।
বিশ্বকে ফের একবার জাত চেনাল ভারত, সন্ত্রাস ইস্যুতে কোনঠাসা পাকিস্তান
- Sep 20, 2025 15:49 IST
Kolkata News Live Updates:মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন রাহুলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছেন, যার ফলে ভারতের পেশাদারদের রাতের ঘুম উড়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে নতুন H-1B ভিসার আবেদনকারীদের জন্য বার্ষিক ফি $100,000 নির্ধারণ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ৮.৮ মিলিয়ন টাকা অর্থাৎ ৮৮ লক্ষ টাকা। এই নতুন নিয়ম নতুন এবং বিদ্যমান উভয় আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য।
H-1B ভিসার জন্য ৮৮ লক্ষ টাকা চার্জ করবে আমেরিকা, মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন রাহুলের
- Sep 20, 2025 15:48 IST
Kolkata News Live Updates:দেবী সর্বমঙ্গলাকেই দুর্গা-রূপে পুজো
রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই তাঁর পরিচিতি। তিনি হলেন দেবী সর্বমঙ্গলা। শহর বর্ধমানে রয়েছে তাঁর প্রাচীন মন্দির। সেটি সর্বমঙ্গলা মন্দির নামেই খ্যাত। মন্দিরটিকে পূর্ব বর্ধমান জেলাবাসী শক্তিপীঠ হিসাবেই মনে করেন। শারদীয়ায় এই মন্দিরেই দেবী দুর্গা জ্ঞানে পূজিত হন দেবী সর্বমঙ্গলা। রাজ আমল এখন আর নেই। তবে পুজোর ক'টা দিন রাজকীয় ঐতিহ্য মেনেই সর্বমঙ্গলা মন্দিরে তাঁর পূজোর যাবতীয় আয়োজন করা হয়। মাছের টক সহযোগে দেবীকে দেওয়া হয় ভোগ।সঙ্গে অন্যান্য উপাচারের থালিও থাকে।
- Sep 20, 2025 15:48 IST
Kolkata News Live Updates:মুর্শিদাবাদে 'খেলা' ঘোরালেন অধীর!
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী সব পক্ষই এখন সাংগঠনিক শক্তি মজবুত করতে এবং সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে ব্যস্ত।। ঠিক এই আবহে এবার মুর্শিদাবাদে বাম্পার স্ট্রোক কংগ্রেসের। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে প্রায় ১ হাজার জন কংগ্রেসে যোগ দিয়েছেন।
Congress: মুর্শিদাবাদে 'খেলা' ঘোরালেন অধীর! তৃণমূলের ঘর ভেঙে কংগ্রেসে যোগের হিড়িক
- Sep 20, 2025 11:29 IST
Kolkata News Live Updates:পিক-আপ ভ্যান উল্টে আহত ১০
শনিবার ভোরে রঘুনাথগঞ্জের জংশি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন অন্তত ১০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে যায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। গুরুতর জখমদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
বিস্তারিত পড়ুন- Road Accident: সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, পিক-আপ ভ্যান উল্টে রক্তাক্ত-কাণ্ডে হাহাকার!
- Sep 20, 2025 10:51 IST
Kolkata News Live Updates:ফের নিম্নচাপের আশঙ্কা
পুজোর আগে এটাই শেষ শনিবার। আজ উইকেন্ডেও বৃষ্টি পিছু ছাড়বেনা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, সবচেয়ে আশঙ্কার কথা হল পুজোর ঠিক মুখে অর্থাৎ ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ফের আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেটা হলে লাগাতার বৃষ্টিতে ভেস্তে যেতে পারে পুজোর আনন্দ।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update:পুজোর মুখে ফের নিম্নচাপের আশঙ্কা বাড়ছে, কাল মহালয়া থেকেই প্রবল বৃষ্টি জেলায়-জেলায়?
- Sep 20, 2025 10:50 IST
Kolkata News Live Updates:স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি
শনিবার সকালে দিল্লির ডিপিএস দ্বারকা এবং কৃষ্ণা মডেল সহ একাধিক স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া যায়। ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া যায় এবং কর্তৃপক্ষের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়।
বিস্তারিত পড়ুন- Bomb threat: দিল্লির DPS-সহ একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি, চূড়ান্ত সতর্কতায় বিরট পদক্ষেপ
- Sep 20, 2025 10:49 IST
Kolkata News Live Updates:পচাগলা দেহ উদ্ধার
তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। রাহুতা এলাকার একটি খাল থেকে সাহেব নামে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ