Kolkata Metro: পুজোর আগেই যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর! মহালয়ায় বাম্পার পরিষেবা

Metro Railway, Kolkata: উৎসবের মরশুমে এর আগেও যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে নানাবিধ তৎপরতা নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে।

Metro Railway, Kolkata: উৎসবের মরশুমে এর আগেও যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে নানাবিধ তৎপরতা নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro 2025  ,Bhatri Dwitiya Metro Schedule,  Kolkata Metro Special Services  ,Blue Line Metro Kolkata  ,Green Line Metro Kolkata  ,Kolkata Metro Timings,  23 October Metro Kolkata,Bhai Phonta 2025,কলকাতা মেট্রো ২০২৫  ,ভাইফোঁটা মেট্রো সময়সূচি,  ব্লু লাইন মেট্রো কলকাতা,  গ্রীন লাইন মেট্রো কলকাতা  ,মেট্রো বিশেষ সার্ভিস  ,২৩ অক্টোবর মেট্রো  ,কলকাতা মেট্রো পরিষেবা,  ভাইফোঁটার দিনে মেট্রো,  শহীদ ক্ষুদিরাম মেট্রো  ,সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: দুর্গাপুজোর দিনগুলিতে পাতালপথে যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালায় কলকাতা মেট্রো। এবার যাত্রীদের সুবিধার্থে মহালয়ার দিনেও বিশেষ পরিষেবা মেট্রোরেল কর্তৃপক্ষের। 

Advertisment

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মহালয়া’ উপলক্ষে অর্থাৎ ২১.০৯.২০২৫ (রবিবার) গ্রিন লাইনে বিশেষ পরিষেবা পরিচালনা করবে মেট্রো রেল। ওই দিন ১৩৬টি পরিষেবা (৬৮টি ইউপি এবং ৬৮টি ডেন) স্বাভাবিক রবিবারের পরিবর্তে পরিচালিত হবে, ১০৪টি পরিষেবা (৫২টি UP এবং ৫২টি Down)।

আরও পড়ুন- West Bengal News Live Updates:জেলে যাবেন জেলমন্ত্রী? প্রাথমিকে নিয়োগ দুর্নীতির চন্দ্রনাথ সিনহার মামলার শুনানি আজ

Advertisment

হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯.০০ টার পরিবর্তে সকাল ৭.০০ টায় উপলব্ধ থাকবে। সল্টলেক সেক্টর ভি স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯.০২ টার পরিবর্তে সকাল ৭.০২ টায় উপলব্ধ থাকবে। তবে, শেষ পরিষেবাগুলির সময়সূচী সেই দিন অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন-House Collapse:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়!

দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস/ছাড়ের সাথে আসে। সময় বাঁচাতে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে যে কোনও সময় টিকিট বুক করতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে 'AAMAR KOLKATA METRO' অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

আরও পড়ুন-Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ

পর্যটক এবং দর্শনার্থীরা যথাক্রমে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা পেতে ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন। এই কার্ডগুলি এখন প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে।

Durga Puja 2025 Bengali News Today Mahalaya kolkata metro