/indian-express-bangla/media/media_files/2025/09/03/kolkata-metro-2025-09-03-10-29-11.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: দুর্গাপুজোর দিনগুলিতে পাতালপথে যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালায় কলকাতা মেট্রো। এবার যাত্রীদের সুবিধার্থে মহালয়ার দিনেও বিশেষ পরিষেবা মেট্রোরেল কর্তৃপক্ষের।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মহালয়া’ উপলক্ষে অর্থাৎ ২১.০৯.২০২৫ (রবিবার) গ্রিন লাইনে বিশেষ পরিষেবা পরিচালনা করবে মেট্রো রেল। ওই দিন ১৩৬টি পরিষেবা (৬৮টি ইউপি এবং ৬৮টি ডেন) স্বাভাবিক রবিবারের পরিবর্তে পরিচালিত হবে, ১০৪টি পরিষেবা (৫২টি UP এবং ৫২টি Down)।
হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯.০০ টার পরিবর্তে সকাল ৭.০০ টায় উপলব্ধ থাকবে। সল্টলেক সেক্টর ভি স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯.০২ টার পরিবর্তে সকাল ৭.০২ টায় উপলব্ধ থাকবে। তবে, শেষ পরিষেবাগুলির সময়সূচী সেই দিন অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন-House Collapse:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়!
দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস/ছাড়ের সাথে আসে। সময় বাঁচাতে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে যে কোনও সময় টিকিট বুক করতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে 'AAMAR KOLKATA METRO' অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন-Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ
পর্যটক এবং দর্শনার্থীরা যথাক্রমে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা পেতে ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন। এই কার্ডগুলি এখন প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে।