/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee statement controversy: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়ে রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে সংবাদমাধ্যম।
আলিপুরদুয়ারে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমার কথা বিকৃত করে দেখানো হয়েছে। আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। তারপর সেটা বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। এভাবে রাজনীতি করবেন না।” সংবাদ সংস্থা এএনআই-এর উদ্ধৃতি অনুযায়ী এমনই বলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Kolkata weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু, শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের
এর আগে গতকাল সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ওই মেয়েটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ত। রাত ১২টা ৩০ মিনিটে কীভাবে বাইরে এল? যতদূর জানি, ঘটনাটা জঙ্গলের পাশে ঘটেছে। তদন্ত চলছে। ঘটনাটা দেখে আমি হতবাক। তবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকেও ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মেয়েদের রাতের বেলা বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদেরও সাবধানে থাকতে হবে।”
আরও পড়ুন- কীভাবে ঘটল বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা? প্রত্যক্ষদর্শীর বয়ানে গায়ে কাঁটা দেবে
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিরোধীরা। BJP মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “গতকাল যাঁরা চেঁচামেচি করছিলেন — সুপ্রিয়া শ্রীনাতে, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী — তাঁরা আজ মুখ খুলবেন না?” তিনি কংগ্রেসের নীরবতা নিয়েও কটাক্ষ করেন।
আরও পড়ুন-ভোটের আগে বঙ্গ বিজেপিতে ছন্দপতন, একের পর এক ইস্তফা একঝাঁক নেতৃত্বের
আর এক বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, “লজ্জাহীন মমতা বন্দ্যোপাধ্যায় নারীজাতির কলঙ্ক। মুখ্যমন্ত্রী হয়েও ধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের বদলে ভিকটিমকেই দোষারোপ করছেন। আরজি কর ও সন্দেশখালির পর এবার আবার একই চিত্র।”