Kolkata weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু, শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের

West Bengal Weather Forecast, 13 October 2025: সোমবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লেই বদলাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

West Bengal Weather Forecast, 13 October 2025: সোমবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লেই বদলাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Bengal Weather Update: সপ্তাহের প্রথম দিনের সকালে কলকাতায় রোদ ঝলমলে আবহাওয়া।

Kolkata weather forecast: অবশেষে বঙ্গ থেকে বর্ষার পাততাড়ি গোটানোর পালা শুরু। মোটামুটি ভাবে আজ সোমবার থেকেই রাজ্য থেকে শীতের বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শীত পড়বে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

বর্ষায় বিদায় শুরু:  

মোটামুটি ভাবে আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে এই রাজ্য থেকে বর্ষার বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে দুই বঙ্গেই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষীণ।

 আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকেই শুষ্ক হতে শুরু করবে।

Advertisment

আরও পড়ুন- কীভাবে ঘটল বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা? প্রত্যক্ষদর্শীর বয়ানে গায়ে কাঁটা দেবে

 তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাওই আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। বরং আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

আরও পড়ুন-ভোটের আগে বঙ্গ বিজেপিতে ছন্দপতন, একের পর এক ইস্তফা একঝাঁক নেতৃত্বের

শীত পড়বে কবে? 

এমনিতেই এখন ভোরের দিকে আর সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলে মৃদু শীতের অনুভূতি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সময় যত এগোবে এই শীতের শিরশিরানি ততই বাড়বে। এমনিতেই নভেম্বর মাসের শুরু থেকে শীতের শিরশিরানি বঙ্গে অনুভূত হতে শুরু করে।

আরও পড়ুন- 'অনুরোধ করব রাতে না বেরোতে', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

এবার কি অক্টোবর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করবে? এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস নেই। বরং আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিন সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার অনুভূতি মিলবে। চলতি মাসের শেষের দিক থেকে কুয়াশার দাপট চোখে পড়তে পারে।

winter Bengal Weather Forecast Kolkata Weather