/indian-express-bangla/media/media_files/2025/06/27/tmc-2025-06-27-15-07-15.jpg)
Kasba Law College gang rape: কসবায় গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Kasba Law College gang rape:সাউথ ক্যালকাটা ল' কলেজে নক্কারজনক কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে। কলেজছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণে অভিযুক্ত ৩ জনের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই ল' কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি। মনোজিতের সঙ্গে বিভিন্ন সময়ে তৃণমূলের তাবড় নেতা-নেত্রীদের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সাউথ ক্যালকাটা ল' কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওই কলেজেরই দুই ছাত্র ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের ঘনিষ্ঠ। তৃণমূলের তাবড় নেতাদের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের তাবড় নেতার ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ছবির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে বিষয়টি নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে। পুলিশও তদন্তে নেমে মনোজিৎ মিশ্র সহ সাউথ ক্যালকাটা ল' কলেজের তৃতীয় সেমিস্টারের আরও দুই অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে।
শুক্রবার তাদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তিনজনকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশকে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, গত বুধবার তাকে কলেজের একটি অনুষ্ঠানে ডেকে গণধর্ষণ করা হয়েছে। প্রথমে কলেজের ইউনিয়ন রুমে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তারপর কলেজের গার্ড রুমে জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা তাকে সেখানে কু-প্রস্তাব দেয় বলে দাবি নির্যাতিতার। সেই কুপ্রস্তাবে তিনি রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয় তাকে।
কলকাতার কসবা ল' কলেজ ক্যাম্পাসের মধ্যে এক তরুণীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় আমি স্তম্ভিত। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তিনজন অভিযুক্তের মধ্যে মূল মাথা হিসেবে চিহ্নিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র (৩১)। পুলিশ তাকে গতকাল সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে… pic.twitter.com/ishPpC7Iui
— Suvendu Adhikari (@SuvenduWB) June 27, 2025
নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ গণধর্ষণের আগে কিছু ফুটেজ তুলে রাখা হয়েছিল তাঁর। ঘটনার কথা বাইরে বললে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার হুমকি দেয় অভিযুক্তরা। ওই রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী। তদন্তে নেমে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র আলিপুর আদালতের আইনজীবী।
আরও পড়ুন- TMC-BJP: বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভা ভোট, বাংলার রাজনীতি সরগরম 'জয় শ্রীরাম' থেকে 'জয় জগন্নাথে'
এদিকে, কসবা ল' কলেজের এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এই ধরনের ঘৃণ্য ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। এটা BJP শাসিত রাজ্য নয়, যেখানে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারসের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২২ দিন পুলিশ FIR পর্যন্ত নেয়নি। এখানে অভিযোগের সাথে সাথেই FIR হয়েছে, গ্রেফতারও হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ছবি দিয়ে কিছু প্রমাণ হয় না। এর আগে ধর্ষকদের সঙ্গে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, অমিত মালব্যদের ছবিও দেখা গিয়েছে।"