নাগাড়ে বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল তৈরি হয়। তারই জেরে প্রায় এক বছর পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই সময়টায় স্টেশনের সংস্কারের কাজ চলবে বলে জানা গিয়েছে। যাত্রী দুর্ভোগ মেটাতে এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ দফতর।
জানা গিয়েছে, আর দিন কয়েকের মধ্যেই কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত এই শাটল বাস পরিষেবা চালু হয়ে যেতে পারে। অফিস টাইমে অর্থাৎ ব্যস্ত সময়ে এই বাস পরিষেবার মিলবে। শাটল বাস পরিষেবা একদিকে যেমন সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত পাওয়া যাবে তেমনই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।
কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে এই শাটল বাস। ভাড়া লাগবে যাত্রী পিছু ১০ টাকা করে। কলকাতা দক্ষিণ শহরতলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশন কবি সুভাষ। নিত্যদিন এই স্টেশন দিয়েই দক্ষিণ ২৪ পরগনা জেলার একটা বড় অংশের যাত্রীদের পাশাপাশি দক্ষিণ শহরতলির বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করতেন। তবে বর্তমানে স্টেশনটি বন্ধ থাকার জেরে তাঁদের শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে যাতায়াত করতে হচ্ছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:নাগাড়ে বৃষ্টির জের, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ
গত কয়েকদিন ধরেই যাত্রীদের একাংশের অভিযোগ, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে গড়িয়া বা নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে যাওয়ার যারপরনাই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। দীর্ঘ অটোর লাইন, অল্প দূরত্বের জন্য স্থানীয় রিক্সাওয়ালাদের একটা বড় অংশের মোটা টাকা ভাড়া দাবি থেকে শুরু করে অফিস যাওয়া-আসার পথে যাত্রী দুর্ভোগ বেড়েই চলেছে।
আরও পড়ুন- Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা
কবি সুভাষ স্টেশনটি বন্ধ থাকার জোরে মেট্রোরেলে যাত্রী সংখ্যাও গত কয়েকদিনে কমেছে বলে কোনও কোনও সূত্র দাবি করেছে। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার পরের দিন থেকেই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের ভিড় রীতিমতো মারাত্মক আকার ধারণ করছে সকাল-সন্ধেয়।
আরও পড়ুন- Cyber Crime: মহকুমাশাসকের নাম করেই বিরাট প্রতারণা, গোটাটা জানলে চোখ কপালে উঠবে!
সেই কারণেই যাত্রীদের সুবিধার জন্যই এবার রাজ্য পরিবহণ দপ্তর শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে কবি সুভাষের দিকে শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে বলে জানা গিয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশনটির সংস্কারের কাজ আগস্ট মাসের শেষের দিক নাগাদ শুরু হয়ে যেতে পারে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। যাত্রী সুরক্ষার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার পরেই ফের স্টেশনটি চালু করা হবে বলে মেট্রোরেল জানিয়েছে।