/indian-express-bangla/media/media_files/2025/08/20/yoga-2025-08-20-16-15-39.jpg)
Success Story: স্কুলে দুই খুদেকন্যাকে সংবর্ধনা।
কেরালায় অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুরের দিঘার ভগীব্রহ্ম পুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সমাপ্তি। এই জয়ের খবরে উল্লসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা।
কেরালা থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে দিঘার জগন্নাথ মন্দিরের কাছে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে সমাপ্তিকে সংবর্ধনা জানায় বিদ্যালয়ের সহপাঠী থেকে প্রতিবেশী এবং শিক্ষকেরা। এ যেনো সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। যোগাসন প্রতিযোগিতায় জেলা শহর রাজ্যের মুখ উজ্জ্বল করলো সমাপ্তি জানা ও রিয়া মাইতি।
দিঘার মেয়ের ভারত জয়! যোগাসন প্রতিযোগিতায় গ্রামের মেয়েরাও এগিয়ে আসছে। ছাত্রীর সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।দীঘার ভগীব্রহ্ম পুর প্রাথমিক বিদ্যালয় ছাত্রী সমাপ্তি জানা যোগাসনে চ্যাম্পিয়ন।
প্রধান শিক্ষক ও দিলীপ দোলাই বিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিয়ে যাচ্ছেন। আজ বিদ্যালয়ের তরফ থেকে দুই ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। সোনা জয়ী ও রুপো জয়ী দুই বন্ধুকে পেয়ে আপ্লুত সহপাঠীরা।
আরও পড়ুন- unique initiative: রাজ্যের সরকারি স্কুলে অভূতপূর্ব উদ্যোগ! এমন তৎপরতায় অভিভূত অভিভাবকরাও
দিঘা জগন্নাথ মন্দিরের পাশে ভোগীব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় বরাবরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সাফল্য অর্জন করছে দীর্ঘদিন ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চকলেট উপহার দিয়েছিলেন। জগন্নাথ মন্দিরে পাশেই গড়ে ওঠা এই শিক্ষাঙ্গন এবার দেশের মুখ উজ্জ্বল করল।
আরও পড়ুন-ISF-এর মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার! পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক নওশাদ সিদ্দিকী