ATM fraud gang mastermind arrested: সাধারণ মানুষকে বোকা বানিয়ে ATM কার্ড এক্সচেঞ্জের মাধ্যমে লক্ষাধিক টাকার প্রতারণা চক্রের এক পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে তেহট্ট আদালতে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পলাশিপাড়া বার্নিয়া বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাসিবুল সেখ। তার বাড়ি পলাশীপাড়া থানার শ্রীনাথপুরে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে পলাশীপাড়া থানা এলাকার বার্নিয়ার বাজার এলাকার একটি এটিএম কাউন্টার থেকে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল। কিন্তু কীভাবে এই জালিয়াতির কারবার চলছিল তা বোঝা যাচ্ছিল না। পুলিশের কাছে অভিযোগকারীরা প্রত্যেকেই জানান, টাকা তুলতে গিয়ে এটিএম কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের স্ক্রিনে কিছু দেখাচ্ছে না। এই সময় পাশ থেকে এক যুবক ভেতরে ঢুকে পাশওয়ার্ড জেনে নিয়ে টাকা তুলে দিচ্ছে। তবে বাড়িতে এসে দেখা যাচ্ছে, ATM কার্ডটি পাল্টে দেওয়া হয়েছে।
একইসঙ্গে টাকাও তুলে নেওয়া হয়েছে। এভাবে শেষ চারজনের অ্যাকাউন্ট থেকে যথাক্রমে এই যুবক ৮৬ হাজার ৪২ হাজার, ১ লক্ষ ৩০ হাজার, ১ লক্ষ ৪০ হাজার টাকা এই এটিএম জালিয়াতি করার মাধ্যমে তুলে নিয়েছে। বেথুয়াডহরি, চাপড়া থেকেও এই অভিযোগ আরও আসছে বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকার সমস্ত এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, একজন হেলমেট পরে মাথা নিচু করে এটি এম সেন্টারের ভেতরে ঢুকছে।
আরও পড়ুন- West Bengal News live updates:ফের উত্তাল হতে পারে শহর, চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারা
ওই সিসিটিভির ফুটেজে স্পষ্ট কিছু ধরা পড়েনি। পুলিশ অভিযোগকারীদের ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখে। তাতে দেখা যায় জেলার এক তাবড় রাজনৈতিক নেতার ভাইয়ের পাগলাচন্ডীর পেট্রোল পাম্পের পস মেশিন থেকেও টাকা তোলা হয়েছে। পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজে স্পষ্ট ওই যুবকের ছবি দেখা যায়।
আরও পড়ুন- Kolkata weather forecast: ফের বঙ্গোপসাগরে ফণা তুলছে নিম্নচাপ! ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে টানা কতদিন?
এরপর বার্নিয়ার বাজার এলাকার একটি এটিএম-সহ ৫ টি সেন্টারে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে ফাঁদ পাতা হয়। সেই মতো বার্নিয়ার বাজার এলাকার ওই এটিএম কাউন্টারে সাদা পোশাকের একজন পুলিশ ঢুকে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে যায়। কিন্ত টাকা না উঠতে হাসিবুল নামে ওই যুবক এগিয়ে আসে। তাকে এটিএম কার্ড দিতে টাকা উঠে যায়।
এরপরেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জেরায় ওই যুবকও স্বীকার করে এই জালিয়াতির কাজ সে বিশেষ কৌশলের মাধ্যমে করছে। যাতে কেউ এটিএম কার্ড সোয়ার্ভ করলেও টাকা উঠবে না। তদন্তে উঠে এসেছে এই যুবক এটিএমের কন্ট্রাক্টচুয়াল কর্মীর কাজ করত। পস মেশিন মেরামতির কাজ করতে বিভিন্ন জায়গায়ও যেত। অর্তাৎ এটিএম সেন্টারে হাসিবুল এমন কায়দা করে রাখত যাতে সাধারণ মানুষ টাকা তুলতে গেলে সমস্যায় পড়তে হত।
আরও পড়ুন- odisha student sexual harassment: গায়ে আগুন দিয়ে ক্যাম্পাসেই ছুটছেন ছাত্রী, যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ, সরাসরি মোদীকে নিশানা তৃণমূলের
ওই যুবক এটিএম কার্ডের পাসওয়ার্ড জেনে টাকা তুলে দিত। একইসঙ্গে ওই এটিএম কার্ডটি এক্সচেঞ্জ করে নিত। খুব অল্প সময়ের মধ্যে ওই এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিচ্ছিল। গ্রাহকরা পরে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের খবর জানতে পারেন। পুলিশ তার কাছে থেকে প্রচুর এটিএম কার্ড পেয়েছে বলে একটি সূত্রে জানা গিয়েছে। তার আর এক শাগরেদকে পুলিশ খুঁজছে।