/indian-express-bangla/media/media_files/2025/07/14/cctv-rail-2025-07-14-11-27-41.jpg)
Indian Railways: ট্রেনের কামরায় যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আরও এক পদক্ষেপ রেলের।
Railways cctv camera:ট্রেনের কামরায় দুর্বৃত্তদের ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেলমন্ত্রক সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এবং কম আলোতেও স্পষ্ট ফুটেজ দেখাবে এই উচ্চমানের ক্যামেরাগুলিতে। লোকোমোটিভগুলিতেও ইনস্টল করা হবে এই সিসিটিভি। রেলের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের গোপনীয়তা রক্ষার জন্য, দরজার কাছে সাধারণ চলাচলের জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। রেলের পদস্থ এক কর্তা বলেন, “উত্তর রেলওয়ের কিছু কোচ এবং লোকোমোটিভে এই প্রকল্পের পরীক্ষামূলক পরিচালনা করা হয়েছে। রেল বোর্ডের ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে একটি বৈঠকে ৭,৪০০টিরও বেশি কোচ এবং প্রায় ১৫,০০০ লোকোমোটিভে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি রেলওয়ে কোচে মোট চারটি গম্বুজ ধরণের সিসিটিভি ক্যামেরা থাকবে। কামরায় ঢোকার পাশে দুটি করে ক্যামেরা থাকবে। প্রতিটি লোকোমোটিভে ৬টি সিসিটিভি থাকবে — সামনে, পিছনে, বাম এবং ডান দিকে, বাইরের দিকে একটি করে। লোকোমোটিভের ভিতরে, সামনে এবং পিছনের দিকে একটি করে গম্বুজ সিসিটিভি থাকবে। লোকোমোটিভগুলিতে দুটি ডেস্ক মাউন্ট করা মাইক্রোফোনও থাকবে।”
ওই রেলকর্তার কথায়, "এই ক্যামেরাগুলি রেলকর্মীদের দুষ্কৃতীদের শনাক্ত করতে সাহায্য করবে। যাত্রীদের গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই ক্যামেরাগুলি কেবল কোচে ঢোকার জায়গায় বসানো হবে। ইন্ডিয়াএআই মিশনের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরায় থাকা ফুটেজ নিয়ে AI প্রযুক্তির ব্যবহার করে তা খতিয়ে দেখা হবে।"
আরও পড়ুন- ATM fraud:সাবধান হোন আজই! ATM কাউন্টারেই জালিয়াতির 'হাইটেক ফাঁদ'! মুহূর্তের ভুলেই অ্যাকাউন্ট ফাঁকা
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলতে গিয়ে, উত্তর রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "রেলের দিল্লি ডিভিশনে কয়েকটি কোচে এই প্রকল্পের পরীক্ষামূলক কাজ করা হয়েছে। এই পরীক্ষামূলক কাজটি সফলভাবে করে ক্যামেরার সংখ্যা তিনটি (পূর্বে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) স্পেসিফিকেশনে দেওয়া) থেকে কমিয়ে দুটি কোচে আনা হয়েছে। দুটি ক্যামেরার প্রস্তাবিত অবস্থান প্রতিটি এসি কোচের প্রতিটি প্রান্তে চারটি দরজা ঢেকে রাখতে সাহায্য করেছে। রেলওয়ে বোর্ডও এটি গ্রহণ করেছে এবং বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে।”
এই কর্মকর্তা আরও জানান, উত্তর রেলওয়ের ৬,১৩৯টি কোচে এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,৮৫৩টি এলএইচবি কোচ, ১,৪৩৬টি আইসিএফ কোচ এবং ৮৫০টি ইএমইউ/মেমু/ডেমু কোচ।