SIM card check:আপনার আধার নম্বরে কতগুলো সিমকার্ড চালু তা জানবেন কীভাবে? জানুন ব্লক করার উপায়ও

SIM linked to Aadhaar: একই আধার নম্বর ব্যবহার করে একাধিক সিমকার্ড তোলা যেতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো জানেনই না যে তাঁর আধার ব্যবহার করে এতগুলি সিমকার্ড চালু আছে।

SIM linked to Aadhaar: একই আধার নম্বর ব্যবহার করে একাধিক সিমকার্ড তোলা যেতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো জানেনই না যে তাঁর আধার ব্যবহার করে এতগুলি সিমকার্ড চালু আছে।

author-image
Nilotpal Sil
New Update
Aadhaar number, SIM card check, active SIM count, SIM linked to Aadhaar, SIM blocking method, telecom service, online SIM verification, mobile security, unauthorized SIM, telecom fraud, digital safety,আধার নম্বর, সিমকার্ড চেক, চালু সিম সংখ্যা, সিম লিঙ্কড আধার, সিম ব্লক করার উপায়, টেলিকম সেবা, অনলাইন সিম যাচাই, মোবাইল সুরক্ষা, অননুমোদিত সিম, টেলিকম প্রতারণা, ডিজিটাল নিরাপত্তা

SIM card check: একই আধার নম্বরে কতগুলি সিমকার্ড চলছে তা জেনে নিন।

Aadhaar number-SIM card check:একই আধার নম্বরে কতগুলো সিমকার্ড চলছে তা বুঝবেন কীভাবে? আপনি হয়তো নিজেও জানেন না আপনার আধার নম্বর ব্যবহার করে একগুচ্ছ সিমকার্ড চলছে। অনেক ক্ষেত্রেই বিষয়টি আপনার ক্ষেত্রেও গভীর সমস্যা তৈরি করতে পারে। তাই এবার সহজ পদ্ধতিতেই আপনার আধার নম্বর ব্যবহার করে কতগুলো সিম কার্ড চলছে তা জানুন ও প্রয়োজনে তা ব্লক করে দিন। 

Advertisment

একই আধারে কতগুলি সিমকার্ড চালু তা জান উপায়:

প্রথমেই আপনাকে টেলিকম বিভাগের tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইটটিতে যেতে হবে। নির্দিষ্ট জায়গায় আপনার মোবাইল নম্বর লিখে ফেলুন। এরপর রিকোয়েস্ট OTP বোতামে ক্লিক করতে হবে আপনাকে। এটি করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন। এই কাজটি করতে পারলেই আপনার আধার নম্বরের সঙ্গে লিংক করা সিম কার্ডগুলোর একটি তালিকা আপনি দেখতে পাবেন।

Advertisment

আপনি হয়তো জানেনই না আপনার আধার নম্বর ব্যবহার করে এতগুলো সিম কার্ড ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে আপনি সেই সিম কার্ডগুলি ব্লক করতে গেলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাতে পারেন। সিম কার্ড ব্লক করার পোর্টালে গিয়ে অভিযোগ জানান। একজন ব্যক্তি তাঁর আধার কার্ডের ভিত্তিতে সর্বোচ্চ ৯টি সিমকার্ড ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন- Amader Para Amader Samadhan:চালু 'পাড়া সমাধান', রাজ্যের নয়া প্রকল্পে কোন কোন সমস্যায় চটজলদি কাজ? সুবিধার্থে জানুন

একই আধার নম্বরে একাধিক সিম কার্ড থাকলে তা ব্লক করতে গেলে কী করবেন?

আপনার আধার নম্বরের সঙ্গে লিংক থাকা একগুচ্ছ সিম কার্ড ব্লক করতে গেলে আপনাকে প্রথমে Sanchar Sathi (সঞ্চার সাথি) পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং তাছাড়াও প্রয়োজনীয় বেশ কিছু তথ্য দিতে হবে। ওই পোর্টালে নিজের সুরক্ষা বিভাগটিতে যান। এরপর আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে ফেলুন ও যাচাই করুন। এবার আপনি আপনার আধার নম্বরের সঙ্গে লিংক থাকা সব মোবাইল নম্বরগুলো দেখতে পাবেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:শেষমেষ ডাকাবুকো তৃণমূল নেতা খুনের বড়সড় গ্রেফতারি, আটকও বেশ কয়েকজন

যে নম্বরগুলি আপনি ব্যবহার করেন না বা আপনি জানেনই না সেগুলি কার...তা ব্লক করবার জন্য ওই পোর্টালেই আবেদন করতে পারেন। এছাড়াও আপনি নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। সেক্ষেত্রে জালিয়াতির অভিযোগ করা যেতে পারে। থানায় অভিযোগ করার সময়ে আপনার আধার কার্ড এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় নথি রয়েছে সেগুলো জমা দিন।

আরও পড়ুন- WB Govt. initiative:প্রায় বছর খানেক বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রাজ্যের

Bengali News Today Aadhar Card Phone