/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Amader Para Amader Samadhan:আজ থেকে শুরু হয়ে গেল রাজ্যের নতুন প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই নতুন প্রকল্প শাসকদলকে ভোট ময়দানে বাড়তি মাইলেজ দেবে? সেটা অবশ্য সময় বলবে। সাধারণ মানুষ রাজ্যের এই নতুন প্রকল্পে কী কী সুবিধা পাবেন? কোন কোন ক্ষেত্রে সমস্যায় পড়লে এই প্রকল্পের মাধ্যমে তা নিরসনে চটজলদি পদক্ষেপ করা হবে, তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।
রাজ্যের মোট ৮০ হাজার বুথে সরকারি আধিকারিকরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের সমস্যা বুঝে তার প্রতিকারের যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এটাই 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের লক্ষ্য। তিনটি করে বুথ নিয়ে একটি করে কেন্দ্র বা ক্যাম্প তৈরি হয়েছে। সেখানেই সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে যাবেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে প্রশাসনিক আধিকারিকদের জানাবেন।
আজ শনিবার ২ আগস্ট থেকে শুরু হয়ে আগামী দু'মাস ধরে রাজ্যের কোনায় কোনায় এমন ক্যাম্প বা শিবির চলবে। এই দু'মাস ধরে এসব ক্যাম্পগুলিতে গিয়ে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যার কথাগুলো জানতে পারবেন। সমস্যাগুলো জমা পড়ার পর তা খতিয়ে দেখা বা পর্যালোচনার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে থাকবে ৩০ দিন। এই সময়টার মধ্যে তারা এসব কাজগুলি পর্যালোচনা করবেন ও খতিয়ে দেখবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসব শিবিরগুলিতে জমা পড়া সমস্যাগুলোর সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে প্রশাসনিক কর্তাদের।
আরও পড়ুন- West Bengal News Live Updates:শেষমেষ ডাকাবুকো তৃণমূল নেতা খুনের বড়সড় গ্রেফতারি, আটকও বেশ কয়েকজন
কোন কোন কাজ নয়া এই প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে হবে?
পানীয় জলের সমস্যা :
বহু এলাকায় পানীয় জলের সমস্যা একটা বড়সড় বিপত্তি তৈরি করে। কোথাও পানীয় জলের নলকূপ ভাঙা কোথাও আবার নলকূপ থাকলেও তা দিয়ে জল ওঠে না, কোথাও আবার পুরসভার জলের ফোর্স কম, এমন সব অভিযোগ রাজ্যের নানা প্রান্তে মাঝে-মধ্যেই মিলে। এমন ধরনের অভিযোগের নিরসনে অগ্রাধিকার দেবে সরকার।
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2025
এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ… pic.twitter.com/JE1OAnxUfr
রাস্তার আলো :
রাজ্যের প্রায় সব প্রান্তেই পৌঁছে গিয়েছে স্ট্রিট লাইফ। তবে অতি সম্প্রতি সুন্দরবনের কুলতলির প্রত্যন্ত গ্রামে স্বাধীনতার পর এই প্রথম স্ট্রিট লাইট জ্বলেছে। অনেক জায়গাতেই দেখা যায় একটি রাস্তার বেশ কয়েকটি আলো খারাপ। কিছুতেই সেই আলো পাল্টানোর ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্যের এই সব শিবিরগুলিতে এমন ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
সেতু ও স্কুল মেরামতি :
অনেক ক্ষেত্রে দেখা যায় কোনও সেতুর কোনও একটি অংশ ভগ্নপ্রায় হয়েছে কিংবা স্কুল বাড়ির কোনও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করলে ফের আগের অবস্থায় ফিরতে পারে সংশ্লিষ্ট সেতু কিংবা স্কুলটি। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে এই ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
ছোট রাস্তার সংস্কার :
গাঁয়ে-গঞ্জে বা পাড়ায় এমন বেশ কিছু রাস্তা এখনও আছে যেগুলির ছোট-খাটো সংস্কার প্রয়োজন। সরকারের নতুন এই প্রকল্পে এমন ছোট-খাটো রাস্তা সংস্কারের প্রস্তাব এলে তা অগ্রাধিকাদের ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও স্থানীয় এলাকার ছোটো-খাটো যে কোনও সমস্যায় সাধারণ মানুষ বাড়ির কাছে এই সব ক্যাম্প বা শিবির গুলিতে গিয়ে তাঁদের অভিযোগ জানাতে পারেন। সেখানে উপস্থিত এলাকার জন প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সেই সব সমস্যা পর্যালোচনা করে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ করবেন। শনিবার রাজ্যজুড়ে সকাল থেকে চালু হয়ে গিয়েছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান', নামে রাজ্যের নতুন এই প্রকল্পের কাজ।