Amader Para Amader Samadhan:চালু 'পাড়া সমাধান', রাজ্যের নয়া প্রকল্পে কোন কোন সমস্যায় চটজলদি কাজ? সুবিধার্থে জানুন

local problem resolution: ২১ জুলাইয়ের পরের দিনেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু হয়ে এই পর্বে কতদিন চলবে প্রকল্পের কাজ?

local problem resolution: ২১ জুলাইয়ের পরের দিনেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু হয়ে এই পর্বে কতদিন চলবে প্রকল্পের কাজ?

author-image
IE Bangla Web Desk
New Update
Amader Para Amader Samadhan, project launch, local problem resolution, drainage system, road repair, waterlogging issue, electricity problem, sanitation, waste management, civic services, quick solution, state government project,আমাদের পাড়া আমাদের সমাধান, প্রকল্প উদ্বোধন, স্থানীয় সমস্যা সমাধান, নিকাশি ব্যবস্থা, রাস্তা মেরামত, জল জমা সমস্যা, বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক পরিষেবা, দ্রুত সমাধান, রাজ্য সরকার প্রকল্প

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Amader Para Amader Samadhan:আজ থেকে শুরু হয়ে গেল রাজ্যের নতুন প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই নতুন প্রকল্প শাসকদলকে ভোট ময়দানে বাড়তি মাইলেজ দেবে? সেটা অবশ্য সময় বলবে। সাধারণ মানুষ রাজ্যের এই নতুন প্রকল্পে কী কী সুবিধা পাবেন? কোন কোন ক্ষেত্রে সমস্যায় পড়লে এই প্রকল্পের মাধ্যমে তা নিরসনে চটজলদি পদক্ষেপ করা হবে, তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

Advertisment

রাজ্যের মোট ৮০ হাজার বুথে সরকারি আধিকারিকরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের সমস্যা বুঝে তার প্রতিকারের যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এটাই 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের লক্ষ্য। তিনটি করে বুথ নিয়ে একটি করে কেন্দ্র বা ক্যাম্প তৈরি হয়েছে। সেখানেই সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে যাবেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে প্রশাসনিক আধিকারিকদের জানাবেন।

আজ শনিবার ২ আগস্ট থেকে শুরু হয়ে আগামী দু'মাস ধরে রাজ্যের কোনায় কোনায় এমন ক্যাম্প বা শিবির চলবে। এই দু'মাস ধরে এসব ক্যাম্পগুলিতে গিয়ে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যার কথাগুলো জানতে পারবেন। সমস্যাগুলো জমা পড়ার পর তা খতিয়ে দেখা বা পর্যালোচনার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে থাকবে ৩০ দিন। এই সময়টার মধ্যে তারা এসব কাজগুলি পর্যালোচনা করবেন ও খতিয়ে দেখবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসব শিবিরগুলিতে জমা পড়া সমস্যাগুলোর সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে প্রশাসনিক কর্তাদের।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:শেষমেষ ডাকাবুকো তৃণমূল নেতা খুনের বড়সড় গ্রেফতারি, আটকও বেশ কয়েকজন

কোন কোন কাজ নয়া এই প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে হবে?

পানীয় জলের সমস্যা : 

বহু এলাকায় পানীয় জলের সমস্যা একটা বড়সড় বিপত্তি তৈরি করে। কোথাও পানীয় জলের নলকূপ ভাঙা কোথাও আবার নলকূপ থাকলেও তা দিয়ে জল ওঠে না, কোথাও আবার পুরসভার জলের ফোর্স কম, এমন সব অভিযোগ রাজ্যের নানা প্রান্তে মাঝে-মধ্যেই মিলে। এমন ধরনের অভিযোগের নিরসনে অগ্রাধিকার দেবে সরকার।

আরও পড়ুন- WB Govt. initiative:প্রায় বছর খানেক বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রাজ্যের

রাস্তার আলো :

রাজ্যের প্রায় সব প্রান্তেই পৌঁছে গিয়েছে স্ট্রিট লাইফ। তবে অতি সম্প্রতি সুন্দরবনের কুলতলির প্রত্যন্ত গ্রামে স্বাধীনতার পর এই প্রথম স্ট্রিট লাইট জ্বলেছে। অনেক জায়গাতেই দেখা যায় একটি রাস্তার বেশ কয়েকটি আলো খারাপ। কিছুতেই সেই আলো পাল্টানোর ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্যের এই সব শিবিরগুলিতে এমন ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন-Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা

সেতু ও স্কুল মেরামতি :

অনেক ক্ষেত্রে দেখা যায় কোনও সেতুর কোনও একটি অংশ ভগ্নপ্রায় হয়েছে কিংবা স্কুল বাড়ির কোনও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করলে ফের আগের অবস্থায় ফিরতে পারে সংশ্লিষ্ট সেতু কিংবা স্কুলটি। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে এই ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

ছোট রাস্তার সংস্কার :

গাঁয়ে-গঞ্জে বা পাড়ায় এমন বেশ কিছু রাস্তা এখনও আছে যেগুলির ছোট-খাটো সংস্কার প্রয়োজন। সরকারের নতুন এই প্রকল্পে এমন ছোট-খাটো রাস্তা সংস্কারের প্রস্তাব এলে তা অগ্রাধিকাদের ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- Operation Akhal: মুহুর্মুহু গুলির আওয়াজে ফের উপত্যকায় আতঙ্ক, এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, চলছে সার্চ অপারেশন

এছাড়াও স্থানীয় এলাকার ছোটো-খাটো যে কোনও সমস্যায় সাধারণ মানুষ বাড়ির কাছে এই সব ক্যাম্প বা শিবির গুলিতে গিয়ে তাঁদের অভিযোগ জানাতে পারেন। সেখানে উপস্থিত এলাকার জন প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সেই সব সমস্যা পর্যালোচনা করে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ করবেন। শনিবার রাজ্যজুড়ে সকাল থেকে চালু হয়ে গিয়েছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান', নামে রাজ্যের নতুন এই প্রকল্পের কাজ।

kolkata Bengali News Today CM Mamata banerjee