GK-richest districts:পশ্চিমবঙ্গের প্রথম ৫টি 'বড়লোক' জেলার নাম জানেন? তালিকাটা অবাক করার মতোই!

richest district in West Bengal: পশ্চিমবঙ্গের প্রথম ৫টি ধনী জেলার নাম জানুন। তবে শুধুই কি আর্থিক দিক বিচার করে ধনী জেলা বিবেচিত হয়? বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়।

richest district in West Bengal: পশ্চিমবঙ্গের প্রথম ৫টি ধনী জেলার নাম জানুন। তবে শুধুই কি আর্থিক দিক বিচার করে ধনী জেলা বিবেচিত হয়? বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata improved its air quality within 6 years

Kolkata: শহর কলকাতা।

পশ্চিমবঙ্গের ৫ ধনী জেলার নাম জানেন? ধনী জেলা মানেই যে শুধুমাত্র টাকা রোজগার কিংবা সম্পত্তির হিসেব-নিকেশ, এমনটা কিন্তু একেবারেই নয়। সংশ্লিষ্ট জেলার মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার মধ্যে রয়েছেন, সেই বিষয়টিও বিবেচনার মধ্যে আসে। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রথম ৫ ধনী জেলা হল, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দার্জিলিং এবং হাওড়া।

Advertisment

কলকাতা: 

পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা। রাজ্যের অন্যান্য জেলার মতো এই শহরে মহকুমা বা ব্লকের মতো অন্য কোনও ক্ষেত্র নেই। কলকাতার স্থানীয় সরকার হিসেবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনকেই ধরা হয়। যা তৈরি হয়েছিল ১৮৭৬ সালে। কলকাতা জেলায় মোট ৪৯ লক্ষের মানুষজন বসবাস করেন। কলকাতার মোট জনসংখ্যার মাত্র ২.৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। অর্থাৎ এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৯৭.২ শতাংশ। এই জেলার MPI বা বহুমাত্রিক দারিদ্র্য সূচক স্কোর হল ০.০১৩।

Advertisment

উত্তর ২৪ পরগনা: 

কলকাতার পরেই রাজ্যের ধনী জেলার তালিকায় দ্বিতীয় নাম উত্তর ২৪ পরগনা। প্রেসিডেন্সি রেঞ্জের অন্তর্গত এই জেলায় মোট ৫টি মহকুমা, ২২টি ব্লক, ২৭টি পুরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড, ৩৫টি থানা, ২০০টি পঞ্চায়েত, ১৫২৭টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর বারাসতে। উত্তর ২৪ পরগনা জেলায় লোকসভা আসন ৫টি, বিধানসভা আসন ৩৩টি। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার মোট জনসংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৮১২ জন। মোট জনসংখ্যার মাত্র ৯.৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যাল হার ৯০.২ শতাংশ। এই জেলার MPI স্কোর হল ০.০৪১।

আরও পড়ুন- GK-Indian Railways:বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম কী? জানলে অবাক হবেন!

নদিয়া:

প্রেসিডেন্সি রেঞ্জের অন্তর্গত এই জেলায় মোট ৪টি মহকুমা, ১৮টি ব্লক, ১১টি পুরসভা, ২৮টি থানা, ১৮৭টি পঞ্চায়েত,১৩৫২টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর কৃষ্ণনগরে। নদিয়ায় লোকসভা আসন ২টি, বিধানসভা আসন ১৭টি। বর্তমানে নদিয়ার জনসংখ্যা ৫৭ লক্ষ ১২ হাজারের কিছু বেশি। মোট জনসংখ্যার মাত্র ১১.৩৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৮৮.৬৬ শতাংশ। এই জেলার MPI স্কোর হল ০.০৪৮।

আরও পড়ুন- offbeat destination:উত্তরবঙ্গের এপ্রান্ত যেন ফ্রেমবন্দি ছবি! পাহাড় ঢালের গাঁয়ে বেড়ানোর দুরন্ত আনন্দ নিন

দার্জিলিং: 

জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত এই জেলায় মোট ৪টি মহকুমা, ৯টি ব্লক, ৪টি পুরসভা, ১৪টি থানা,৭০টি পঞ্চায়েত আছে। রজ্যের পাহাড়নগরী বলে পরিচিত দার্জিলিং জেলার সদর দফতর দার্জিলিঙেই। এই জেলার লোকসভা আসন ১টি, বিধানসভা আসন ৬টি। বর্তমানে দার্জিলিঙের জনসংখ্যা ২০ লক্ষ ৪১ হাজারের কিছু বেশি। মোট জনসংখ্যার মাত্র ১১.৪১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৮৮.৫৯ শতাংশ। এই জেলার MPI স্কোর হল ০.০৫১।

আরও পড়ুন-Offbeat destination: মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভায় মন মজবেই! ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে

হাওড়া:

প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত এই জেলায় মোট ২টি মহকুমা, ১৪টি ব্লক, ২টি পুরসভা, ১টি মিউনিসিপাল কর্পোরেশন, ২৬টি থানা, ১৫৭টি পঞ্চায়েত, ৭২৭টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর হাওড়া। হাওড়া জেলার লোকসভা আসন ৩টি, বিধানসভা আসন ১৬টি। বর্তমানে হাওড়ার জনসংখ্যা ৫৩ লক্ষ ৬১ হাজারের কিছু বেশি। মোট জনসংখ্যার মাত্র ১২.৮৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। এই জেলার মোট জনসংখ্যার সাপেক্ষে সচ্ছল জনসংখ্যার হার ৮৭.১৬ শতাংশ। এই জেলার MPI স্কোর হল ০.০৫৮।

kolkata West Bengal Richest Distrcit