West Bengal weather update: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। লাগাতার এই দুর্যোগ কতদিন চলবে? আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
সপ্তাহের প্রথম দিন সোমবারের সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই সপ্তাহের প্রায় সব দিনই দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার হইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা অফিসের। হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- Kasba Gangrape: কসবা গণধর্ষণের ঘটনায় এবার সরব দিলীপ, মদনের মন্তব্যকে হাতিয়ার করে ছুঁড়লেন বিরাট হুঙ্কার
কলকাতার ওয়েদার আপডেট
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের বড়সড় প্রভাব পড়বে শহর কলকাতাতেও। সোমবার সকাল থেকে কলকাতা শহরেও হালকা বৃষ্টি চলছে। গতরাতেও বৃষ্টি হয়েছে শহরে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের প্রায় সব দিনই তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন- Kalyan Banerjee On Mahua Moitra: 'I Hate Her'...! মহুয়াকে ভয়ঙ্কর নিশানা কল্যাণের, পাল্টা কৃষ্ণনগরের সাংসদের চাঁচাছোলা মন্তব্য
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও টানা কয়েকদিন চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
আরও পড়ুন- Malda Accident: রেল লাইনের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল
এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দাফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।