congress Party office vandalism: কংগ্রেস সদর দফতরে 'হামলা', রাহুল গান্ধীর মুখে 'কালি', তোলপাড় ফেলা ঘটনায় উত্তাল কলকাতা

congress Party office vandalism: কংগ্রেস সূত্রের দাবি, বিধান ভবনে সদর দফতরের লাগানো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। এমনকি তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ সম্পর্কিত একাধিক ব্যানারও ছিঁড়ে দেওয়া হয় এবং কিছু পোস্টার পুড়িয়ে দেওয়া হয়।

congress Party office vandalism: কংগ্রেস সূত্রের দাবি, বিধান ভবনে সদর দফতরের লাগানো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। এমনকি তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ সম্পর্কিত একাধিক ব্যানারও ছিঁড়ে দেওয়া হয় এবং কিছু পোস্টার পুড়িয়ে দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress office vandalism

কংগ্রেস সদর দফতরে 'হামলা', রাহুল গান্ধীর মুখে 'কালি', -ছবি পার্থ পাল

congress Party office vandalism: রাজ্য কংগ্রেস দফতর বিধান ভবনে শুক্রবার ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। কংগ্রেসের তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে।

Advertisment

কংগ্রেস সূত্রের দাবি, বিধান ভবনে সদর দফতরের  লাগানো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। এমনকি তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ সম্পর্কিত একাধিক ব্যানারও ছিঁড়ে দেওয়া হয় এবং কিছু পোস্টার পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পোস্টারে কালি লেপে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে দলীয় কর্মীরা এ দিন হামলা চালায়। ঘটনার পর কংগ্রেস এন্টালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে।

আরও পড়ুন-'বিশ্ব শুধু ভারতের তাকিয়েই নেই, আস্থাও রাখছে', কাকে বিঁধে এমন ঝাঁঝালো বার্তা প্রধানমন্ত্রী মোদীর?

Advertisment

তবে শুধু বাংলায় নয়, উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে হামলার ঘটনা ঘটে। যাকে কেন্দ্র করে  কংগ্রেস শিবিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “মিথ্যা ও হিংসা কখনও সত্য এবং অহিংসার সামনে দাঁড়াতে পারে না। যতই মারো, যতই ভাঙো, আমরা সত্য ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাব। সত্যমেব জয়তে।” 

আরও পড়ুন-নির্ধারিত দিনেই SSC-এর পরীক্ষা, 'দাগিদের জায়গা দিলে ফল ভুগতে' হবে, বার্তা সুপ্রিম কোর্টের

কংগ্রেস সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপালও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “ভোটার অধিকারের যাত্রা রাজ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করায় এবং জনমত আমাদের দিকে ঘুরে আসছে বলে বিজেপি আতঙ্কিত। তাই কংগ্রেস দফতরে হামলা চালানো হয়েছে। ” তিনি আরও দাবি করেন, এই ধরণের ঘটনা গণতন্ত্রে ন্যক্কারজনক ঘটনা এবং হামলার সঙ্গে যুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি সভাপতিকে খোলা চিঠি লিখে কড়া ভাষায় এদিনের ঘটনার  প্রতিবাদ জানান। চিঠিতে তিনি লেখেন, “আজ সকালে প্রদেশ কংগ্রেস কার্যালয় খোলা ছিল না। অথচ কাপুরুষের মতো অতর্কিতে ঢুকে আপনার দলের সমাজবিরোধীরা কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং সম্পত্তি ভাঙচুর করেছে। এর সঠিক ব্যাখ্যা এখনও আমরা পাইনি। যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভ 'বিস্ফোরক' রূপ নেবে।”

আরও পড়ুন- আরজি কর কাণ্ডে বিরাট অ্যাকশনে CBI ! দুপুরে কলকাতায় দাপুটে শাসক বিধায়কের বাড়িতে হানা

CONGRESS bjp modi