/indian-express-bangla/media/media_files/2025/10/10/weather-2025-10-10-15-25-32.jpg)
waterlogging: দুপুরেই আঁধার নামল কলকাতায়। তুমুল বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা।
আবারও কলকাতায় কাঁপানো বৃষ্টি। শুক্রবার দুপুর গড়াতেই আকাশ কালো করে বিরাট বৃষ্টি কলকাতা জুড়ে। দুপুরেই যেন আঁধার নেমে এল তিলোত্তমা মহানগরীতে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশের উপর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে, তারই জেরে আপাতত বর্ষার বিদায় বাংলা থেকে বেশ দূরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন এই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কলকাতায় ফের মুষলধারে বৃষ্টি শুরু হতেই তৈরি হয়েছে আতঙ্ক।
দুর্গাপুজোর ঠিক আগে আগে কার্যত মেঘভাঙা বৃষ্টি হয়েছিল শহর কলকাতায়। নাগাড়ে বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আর সেই জমা জলে ওঁত পেতেছিল বিপদ।
বিদ্যুৎপৃষ্ট হয়ে শহর কলকাতা দেখেছিল মৃত্যুমিছিল। তারই জেরে CESC-এর প্রবল সমালোচনা শুরু করেছিল রাজ্য সরকারও। কলকাতা শহরের জল-ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় সেই জমা জল বের করার কাজ শুরু করেছিল পুরসভা। তবে তাতেও চূড়ান্ত ভোগান্তি এড়ানো যায়নি। এবার দুর্গাপুজো মিটতেই ফের একবার নিম্নচাপের জেরে কলকাতায় তুমুল বৃষ্টি শুরু। নতুন করে দানা বাঁধছে আতঙ্ক।
আরও পড়ুন-সপ্তাহান্তে চরম দুর্ভোগ, বন্ধ থাকবে শহর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু, বিরাট ভোগান্তির আশঙ্কা
শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে আগামী কয়েকদিন এমন ঝড়-বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস সত্যি করে দুপুরেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি।
আবহাওযা দপ্তর আরও জানিয়েছে, শুক্রবারের পর শনিবারেও পরিস্থিতি বদলাবে না। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুপুর গড়াতেই কলকাতায় মুষলধারে বৃষ্টির জেরে ফের নতুন করে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তাতেই বাড়ছে উদ্বেগ-আতঙ্ক!