Advertisment

GK: ভাবতেই পারবেন না! এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে 'বড়লোক' জেলার নাম শুনলে ভিরমি খাবেন

Richest Distrcit of West Bengal: পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলার নাম জানেন? বিশেষ এই প্রতিবেদনে সেব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল। কোন কোন মাপকাঠি দেখে ধনী জেলার নির্বাচন হয়, তাও জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
General Knowledge,GK,Richest Distrcit of West Bengal,Kolkata, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা, কলকাতা, সাধারণ জ্ঞান

প্রতীকী ছবি।

GK: পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলার (Richest Distrcit) নাম জানেন? শুধু যে আর্থিক অবস্থার উপর ভিত্তি করেই ধনী জেলা স্থির করা হয়ে থাকে এমনটা কিন্তু নয়। এক্ষেত্রে বেশ কয়েকটি দিক খিতয়ে দেখেই তারপর কোনও সিদ্ধান্তে আসা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার শিক্ষার হার, পুষ্টি সহ বিভিন্ন মাপকাঠি খতিয়ে দেখা হয়। তারপরেই কোন জেলা আর্থিকভাবে সবচেয়ে সমৃদ্ধ তা বেছে নেওয়া হয়।

Advertisment

২০২৩ সালে নীতি আয়োগ (Niti Ayog)-এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টে পশ্চিমবঙ্গের কোন জেলার আর্থিক অবস্থা কেমন, সেই ব্যাপারে বিস্তারিতভাবে একটি বর্ণনা ছিল। তবে তারও আগে অর্থাৎ ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালে পশ্চিমবঙ্গে 'মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইনডেক্স' (Multidimensional Poverty Index) খতিয়ে দেখে এটা বোঝা গিয়েছে যে পশ্চিমবঙ্গের (West Bengal) আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে। 

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলার নাম হল কলকাতা (Kolkata)। তিলোত্তমা মহানগরী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীও বটে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র হল কলকাতা। এখানকার বাসিন্দাদের মাথা পিছু আয়ও বাংলার বাকি সব জেলার চেয়ে বেশি। 

আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!

আরও পড়ুন- General Knowledge: বিশ্বের কোন ৩ জনের পাসপোর্ট লাগে না জানেন? উত্তরটা জানলে তাজ্জব হবেন!

আরও পড়ুন- Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!

শুধু তাই নয়, বড়-বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ও এই কলকাতাতেই রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে পারেন। তাই বিশেষ করে চাকরির পরীক্ষার্থীদের এই সব প্রশ্নের উত্তর জেনে রাখা একান্তভাবে জরুরি। 

kolkata West Bengal lifestyle Richest Distrcit General Knowledge
Advertisment