Advertisment

Kalighat Skywalk: জোরদার তৎপরতায় এগোচ্ছে কাজ, সামনের মাসেই চালু কালীঘাট স্কাইওয়াক?

Kalighat Skywalk: করোনার জেরে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে করোনাত্তর পরিস্থিতিতে জোরদার তৎপরতার সঙ্গে এগোয় সেই কাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalighat Skywalk,Kalighat Temple,West Bengal News,কালীঘাট মন্দির,কালীঘাট স্কাইওয়াক

Kalighat Skywalk: কালীঘাট স্কাইওয়াক শীঘ্রই চালু হতে পারে।

Kalighat Skywalk will be start within a month: সব কিছু ঠিকঠাক চললে আগামী এক মাসের মধ্যে চালু হয়ে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। নতুন বছরে কলকাতা শহরের নাগরিকদের নতুন উপহার দিতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে কালীঘাট স্কাইওয়াক চালু হয়ে যেতে পারে বলে তিনিও আশা করছেন। কালীঘাট স্কাইওয়াক চালু হলে সেখানে যে মার্কেট তৈরি হবে সেখানেই বৈধ হকারদের পুনর্বাসনের বন্দোবস্ত করবে কলকাতা পুরসভা।

Advertisment

দক্ষিণেশ্বর (Dakshineswar) মন্দিরের স্কাইওয়াকের আদলেই কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজটা রাজ্যের কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল। সেই মতো শুরু হয়ে যায় স্কাইওয়াক (Skywalk) তৈরির কাজ। তবে করোনার (Corona) জেরে একটানা বেশ খানিকটা সময় স্কাইওয়াক তৈরির কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। তবে করোনা পরিস্থিতি পার করার পর জোরদার তৎপরতার সঙ্গে স্কাইওয়াকের কাজ এগিয়ে নিয়ে যায় রাজ্য। ৮০ কোটি টাকা ব্যয়ে কালীঘাট মন্দির (Kalighat Temple) সংলগ্ন এলাকায় এই স্কাইওয়াক তৈরি করা হচ্ছে। 

স্কাইওয়াক তৈরির আগেই সেখানকার হকারদের সরায় রাজ্য। তবে এবার কালীঘাট স্কাইওয়াক তৈরি হয়ে গেলে সেখানে যে মার্কেট তৈরি হবে সেখানেই তাদের পুনর্বাসন দেওয়া হবে। তবে এ ব্যাপারেও সাবধানী কলকাতা পুরসভা।

আরও পড়ুন- West Bengal News Live: হাত-পা বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর দেহ উদ্ধার, চূড়ান্ত উত্তেজনা সন্দেশখালিতে

আরও পড়ুন- Bangladesh Unrest: মৌলবাদী বর্বরতায় বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি অবসরপ্রাপ্ত বিচারপতির

আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় ISKCON, আগুন ধরানো হল রাধা-কৃষ্ণের মন্দিরে

বৈধ হকারদেরই পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বৈধ হকারদের তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেই নতুন বছরেই কলকাতা শহরের বাসিন্দাদের কালীঘাট স্কাইওয়াক উপহার দিতে চলেছে রাজ্য সরকার।

Bangla News news of west bengal news in west bengal Bengali News Today Kalighat Skywalk West Bengal News
Advertisment