Advertisment

Bangladesh Unrest: বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় ISKCON, লক্ষ্মী-নারায়ণ মন্দিরে আগুন লাগানোর অভিযোগ রাধারমন দাসের

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুসের সরকার।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Unresr,Bangladesh Crisis,ISKCON,west bengal news,বাংলাদেশ,ইসকন,পশ্চিমবঙ্গের খবর

কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের এক্স হ্যান্ডলের পোস্ট থেকে নেওয়া ছবি।

setting fire to ISKCON temple in Bangladesh again: বাংলাদেশে ফের ইসকনের মন্দিরে হামলার অভিযোগ কট্টরবাদীদের বিরুদ্ধে। ঢাকায় রাধা-কৃষ্ণের মন্দিরে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতী, এমনই অভিযোগ কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। "রাধা-কৃষ্ণের মূর্তি পুড়িয়ে দিয়েছে। সব জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে।" ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে এমনই বলেছেন কলকাতায় ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। 

Advertisment

নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি। হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। ফি দিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুঠপাট। মৌলবাদীদের হুমকিতে প্রাণভয়ে সিঁটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। মিছিল করে গিয়ে বাংলাদেশের দিকে দিকে হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ISKCON-এর মন্দিরে হামলা করেছে দুষ্কৃতীরা। এবার ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে হামলা কট্টরবাদীদের। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাধা-কৃষ্ণের মন্দিরে।

বাংলাদেশে ফের ইসকনের মন্দিরে হামলা নিয়ে মুখ খুলেছেন কলকাতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে তিনি বলেন, "রাতে ঢুকে পুড়িয়ে দিয়েছে। রাধা-কৃষ্ণের মূর্তি পুড়িয়ে দিয়েছে। সব জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। চতুর্থ ইসকনের মন্দির ভাঙা হল বাংলাদেশে। ৫ অগাস্ট শেখ হাসিনা চলে যাওয়ার দিন রাতেও আমাদের জগন্নাথ মন্দিরে বোমা মেরেছিল। এক সপ্তাহ আগে একটি নামহট্ট মন্দিরে হামলা হয়েছে। তিন চারদিন আগেও ওখানে মন্দিরে ঢুকে ভাঙচুর করেছে। এবার ঢাকায় আরও একটি মন্দিরে ঢুকে আগুন ধরাল। আমাদের ভক্তরা খুব আতঙ্কে আছে বাংলাদেশে।"

আরও পড়ুন- Cow Smuggling: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে BSF ক্যাম্পে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের, পাল্টা জবাবে নিহত পাচারকারী

আরও পড়ুন- Digha: শেষের পথে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ, দিন কয়েকেই যেতে পারেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন- Bangladesh Unrest: ক্যামেরার সামনে ইন্ডিয়ার শাড়িতে আগুন, তবু ভারতের পণ্যই আগে চাই বাংলাদেশের! জারি আমদানি

বাংলাদেশে ফের ইসকনের মন্দিরে হামলার অভিযোগ এনে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি লিখেছেন, "বাংলাদেশে আরও একটি ইসকনের নামহাট্ট কেন্দ্র পুড়ে গেছে। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেবতা এবং মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ইসকনের কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। ভোর ২-৩টের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করে। তুরাগ থানার আওতাধীন ধৌর গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পড়ে এই মন্দিরটি। মন্দিরের পিছনের টিনের ছাদ তুলে পেট্রোল বা অকটেন ব্যবহার করে আগুন ধরানো হয়।"

Bangla News Bangladesh news of west bengal news in west bengal ISKCON West Bengal News Bangladesh Crisis Bengali News Today
Advertisment