Retired justice Chittatosh Mookerjee demands Modis intervention for protection of Hindus in Bangladesh: বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে বিরাট উদ্বেগ প্রকাশ অবসর বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি।
বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন যজ্ঞ চলছে। দিকে দিকে বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে বেপরোয়াভাবে আক্রমণ, লুঠপাট, অগ্নিসংযোগ চালাচ্ছে কট্টরবাদীরা। মৌলবাদীদের দৌরাত্ম্যে ওপার বাংলায় প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। মন্দির ভাঙা সেদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বললেও আদতে সে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি অবর্ণনীয় অত্যাচার নামিয়ে এনেছে খোদ মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন প্রশাসন, উঠেছে এমনও অভিযোগ। এক কথায় রাষ্ট্রের মদতেই সেদেশে সীমাহীন অত্যাচার চলছে হিন্দুদের ওপর, এমনই অভিযোগ আক্রান্তদের।
বাংলাদেশের এই পরিস্থিতিতে এবার উদ্বেগ প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করুন, তাঁকে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সংবাদমাধ্যমে অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় বলেছেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সত্যিই উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীকে বলেছি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষজন যাতে সুরক্ষিতভাবে থাকতে পারেন তার জন্য আপনি পদক্ষেপ করুন।"
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় ISKCON, আগুন ধরানো হল রাধা-কৃষ্ণের মন্দিরে
আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি রয়েছে। এর আগেও বাংলাদেশে ISKCON-এর মন্দিরে ভাঙচুর,লুঠপাট, বোমাবাজির মতো ঘটনা সামনে এসেছে। এবার নতুন করে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের ISKCON-এর মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশে ফের ইসকনের মন্দিরে হামলা নিয়ে মুখ খুলেছেন কলকাতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে তিনি বলেন, "রাতে ঢুকে পুড়িয়ে দিয়েছে। রাধা-কৃষ্ণের মূর্তি পুড়িয়ে দিয়েছে। সব জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। চতুর্থ ইসকনের মন্দির ভাঙা হল বাংলাদেশে। ৫ অগাস্ট শেখ হাসিনা চলে যাওয়ার দিন রাতেও আমাদের জগন্নাথ মন্দিরে বোমা মেরেছিল। এক সপ্তাহ আগে একটি নামহট্ট মন্দিরে হামলা হয়েছে। তিন চারদিন আগেও ওখানে মন্দিরে ঢুকে ভাঙচুর করেছে। এবার ঢাকায় আরও একটি মন্দিরে ঢুকে আগুন ধরাল। আমাদের ভক্তরা খুব আতঙ্কে আছে বাংলাদেশে।"