Godown blaze: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর গোডাউন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

Malda News: ভয়াবহ এই অগ্নিকাণ্ডে চারটি প্লাস্টিক গোডাউন পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েচে। দমকল কেন্দ্রের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনার সময় রাতভর লেগেছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

Malda News: ভয়াবহ এই অগ্নিকাণ্ডে চারটি প্লাস্টিক গোডাউন পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েচে। দমকল কেন্দ্রের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনার সময় রাতভর লেগেছে, পুলিশ তদন্ত শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
Sujapur fire, plastic godown blaze, crore rupee loss, Kaliakhchok police, fire brigade shortage, worker impact, business loss, plastic recycling industry, cause of fire, police investigation,সুজাপুর অগ্নিকাণ্ড, প্লাস্টিক গোডাউন আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি, কালিয়াচক থানার ঘটনা, দমকল ব্যবস্থা অভাব, শ্রমিক ক্ষতি, ব্যবসায়ী অভিযোগ, প্লাস্টিক রিসাইকেল শিল্প, আগুন লাগার কারণ, পুলিশ তদন্ত

Sujapur fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একের পর এক গোডাউন।

মালদার সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়ে গেল পরপর চারটি প্লাস্টিকের গোডাউন। ভয়াবহ এই বিপর্যয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। মঙ্গলবার গভীর রাতে মাবদার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিকের গোডাউন।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজবাজার দমকল দপ্তরে। খবর পেয়ে ইংরেজবাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণকাণ্ডে ফের গ্রেফতারি! পুলিশের জালে কে জানেন?

Advertisment

সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প, জেলার অন্যতম বড় কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করতে আসেন। স্থানীয়দের দাবি, আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন- Blood Bank:স্বনামধন্য হাসপাতালের ব্লাড ব্যাংকে শূন্য রক্তের ভান্ডার, রোগীর পরিবার হন্যে হয়ে ডোনার খুঁজছে

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বড়সড় অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে বিশদে কিছু জানাতে চায়নি দমকল দফতরও। তবে এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

আরও পড়ুন- Kolkata News: খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! সূত্রের খবরে অতর্কিতে হানা, কারা গ্রেফতার জানেন?

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কালিয়াচক-সুজাপুর এলাকায় এখনও পর্যন্ত কোনও দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়। ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “যদি কালিয়াচকে দমকল কেন্দ্র থাকত, তাহলে এত বড় ক্ষতি হত না।”

Bengali News Today plastic godown blaze Sujapur fire