Kolkata Metro:পুজোর মুখেই ইতিহাস গড়ল কলকাতা মেট্রো! অভূতপূর্ব সাফল্যে মুকুটে নতুন পালক

Metro Railway, Kolkata: নতুন নতুন মেট্রোপথে কাতারে কাতারে যাত্রী ফি দিন যাতায়াত করছেন। এই আবহেই বিরাট সুখবর শোনাল মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

Metro Railway, Kolkata: নতুন নতুন মেট্রোপথে কাতারে কাতারে যাত্রী ফি দিন যাতায়াত করছেন। এই আবহেই বিরাট সুখবর শোনাল মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro record ridership September 1 2025,  8 lakh passengers in one day Kolkata Metro,  Kolkata Metro ridership 8,07,030 commuters  ,Metro record-breaking commuter count 1 Sept,  Blue Line 5.83 lakh and Green Line 2.04 lakh passengers,কলকাতা মেট্রো একদিনে ৮ লাখ যাত্রী,  ১ সেপ্টেম্বর ২০২৫ মেট্রো যাত্রী রেকর্ড,  মেট্রোতে রোজ ৮,০৭,০৩০ যাত্রী  ,ব্লু লাইন ৫.৮৩ লাখ, গ্রিন লাইন ২.০৪ লাখ  ,কলকাতা মেট্রো যাত্রী সংখ্যা রেকর্ড বিপুল বৃদ্ধি

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Kolkata Metro: কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ০১.০৯.২০২৫ তারিখে, কলকাতা মেট্রো রেলওয়ে সমস্ত করিডোর জুড়ে ৮.০৭ লক্ষ যাত্রী পরিবহন করেছে। এর মধ্যে প্রায় ৫.৮৪ লক্ষ যাত্রী শুধুমাত্র ব্লু লাইনেই ভ্রমণ করেছেন। ব্লু লাইনেই সর্বাধিক ৬৬,০০০ এরও বেশি যাত্রী নিবন্ধিত হয়েছেন দমদমে। এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদনে যাত্রী সংখ্যা যথাক্রমে ৫৭,০০০ এরও বেশি এবং প্রায় ৪১,০০০।

Advertisment

গ্রিন লাইনে, গতকাল সল্টলেক সেক্টর ভি এবং হাওড়া ময়দানের মধ্যে ২.০৪ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। এই করিডোরে শিয়ালদহ মেট্রো স্টেশনে সর্বাধিক ৪৯,০০০ এরও বেশি যাত্রী নিবন্ধিত হয়েছেন। হাওড়া মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৪৮৭০০-এরও বেশি। হাওড়া ময়দানে এই সংখ্যা ছিল ২৫৫০০।

আরও পড়ুন- Mahua Moitra:মহুয়ার মন্তব্যে চটে লাল মতুয়ারা! মমতাবালার নেতৃত্বাধীন সংগঠনেরই চরম বার্তা!

Advertisment

হলুদ, কমলা এবং বেগুনি লাইনে গতকাল যাত্রী সংখ্যা ছিল ৭০০০, ৫৫০০ এবং ৬৭০০। যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ সকলকে মোবাইল কিউআর টিকিটিং বিকল্প ব্যবহার করার জন্য অনুরোধ করছে। যাতে যাত্রীদের স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে না হয় এবং মূল্যবান সময় বাঁচাতে হয়। কলকাতার মেট্রো রেলওয়েতে বিভিন্ন ডিজিটাল টিকিটিং বিকল্প সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য পূর্ব রেলওয়ের ভারত স্কাউটস এবং গাইডের সহায়তায় বিশেষ প্রচারণা চলছে। 

আরও পড়ুন-West Bengal News Live Updates:'জেলে রাখার ষড়যন্ত্র চলছে', পার্থর নালিশে কান পাতল না কোর্ট, ফের জামিন নাকচ

ক্যাডেটরা মেট্রো যাত্রীদের গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করছেন। তারা যাত্রীদের এই ব্যবহারকারী-বান্ধব অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন তাও নির্দেশনা দিচ্ছেন। গতকাল ৩১০০০-এরও বেশি মোবাইল কিউআর টিকিট বুকিং করায় এই ধরণের প্রচারণার ফলাফল পাওয়া শুরু হয়েছে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে গতকাল ১৫৫৮৬ এবং ১৫৪৫৩টি কিউআর টিকিট বুকিং করা হয়েছে।

Metro east-west metro Howrah Metro Staion kolkata metro