Women Protection: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের রোমহর্ষক ঘটনা এখনও চর্চায়। ফি দিন নৃশংস এই ঘটনার প্রতিবাদে রাজ্যের দিকে-দিকে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই আবহে এবার নারী সুরক্ষায় যুগান্তকারী এক পদক্ষেপ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলার পুলিশ সুপাকর সাংবাদিক বৈঠক করে এব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছেন। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনার পর পুলিশের এই পদক্ষেপ এখন জোর চর্চায়।
মহিলা সুরক্ষার জন্য বিশেষ একটি whatsapp এবং ফোন নম্বর প্রকাশ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে। জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হয়েছে। যেটি হল ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরটিতে whatsapp এবং ফোনের সুবিধা মিলবে। শনিবার থেকেই পরিষেবা চালু করা হয়েছে।
মহিলা সুরক্ষার স্বার্থে ২৪ ঘন্টা এই পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। তবে মহিলা সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষও যে কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করলে পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করবে। একদিকে সুরক্ষার স্বার্থে বিশেষ এই পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের একাধিক পর্যটনকেন্দ্রেও সুরক্ষা আরও কড়া করেছে পুলিশ।
আরও পড়ুন- Weather Update: রোদ ঝলমলে আকাশের আড়ালেই লুকিয়ে দুর্যোগের মেঘ? আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
দিঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় নজরদারিও আরও বাড়ানো হয়েছে। গত ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুনের পর থেকে নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এরপরেই একাধিক জেলায় শুরু হয় তৎপরতা। মহিলা সুরক্ষা আরও সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করে পুলিশ। তেমনই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও মহিলা সুরক্ষায় এমন বেনজির পদক্ষেপ করেছে।
আরও পড়ুন- Sexual Harrasment: যৌন হেনস্থা চলছেই! মধ্যমগ্রামে নির্যাতন ৭ বছরের নাবালিকাকে, কর্তব্যরত নার্সকে নিপীড়ন ইলামবাজারে
আরও পড়ুন- Price Hike: উৎসবের মরশুম শুরুর মুখেই বিরাট ধাক্কা! আবারও বাড়ল গ্যাসের দাম