Advertisment

Kolkata Metro: পুজোর আগে যাত্রী স্বার্থে অভাবনীয় উদ্যোগ, আয়েসে মেট্রো যাত্রায় দুরন্ত প্রয়াস

Metro Ride Kolkata : পুজোর আগে যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। এর ফলে পুজোর ভিড়ে মেট্রোয় যাতায়াত আরও আরামদায়ক এবং আনন্দদায়ক করে তুলবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata metro

'মেট্রো রাইড কলকাতা' অ্যাপের মাধ্যমে এখন থেকে ঘরে বসে বা অফিসে কাজের ফাঁকে কাটা যাবে মেত্রোর টিকিট।


Metro Ride Kolkata : দুর্গাপুজোর আগে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর। যাত্রী স্বাচ্ছন্দ্যে এবার এক 'মারকাটারি' পরিষেবা নিয়ে হাজির  কলকাতা মেট্রো। 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপের মাধ্যমে এখন থেকে ঘরে বসে বা অফিসে কাজের ফাঁকে কাটা যাবে মেত্রোর টিকিট। পুজোর বাজারে মেট্রো স্টেশনে অতিরিক্ত ভিড় সামাল দিতেই এমন দারুণ উদ্যোগ বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।

Advertisment

অবশেষে জেলমুক্তি, জামিন পেলেন কেজরিওয়াল, খুশির হাওয়া আপ শিবিরে

লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে এবার মিলবে চিরতরে মুক্তি। পুজোর আগে যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। মোবাইল অ্যাপ নির্ভর এই সার্ভিসের মাধ্যমে এবার থেকে মেট্রো স্টেশন পৌঁছনোর আগেই কিউআর কোড বেসড অ্যাপ থেকে কেটে নেওয়া যাবে মেট্রোর টিকিট। এই ই-টিকিট একদিকে যেমন সময় বাঁচাবে। তেমনই যাত্রাকে আরও মসৃণ করে তুলবে।  

পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নার্কো পরীক্ষা, অনুমতি পেল CBI

এই অ্যাপের মাধ্যমে নিজের জন্য ছাড়াও অন্যের জন্যও মেট্রোর টিকিট কেটে দিতে পারবেন যাত্রীরা। অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে এই টিকিট কাটা যাবে। বুধবার থেকেই এই পরিষেবা চালু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই ই টিকিটের মেয়াদ থাকবে ১২ ঘণ্টা। কালীঘাট মেট্রো স্টেশনে একটি অনুষ্ঠানে নতুন এই অ্যাপ বেসড টিকিট পরিষেবা চালু করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? বড়সড় দুর্ভোগ এড়াতে আগে পড়ুন এই খবর

সিস্টেমটি ব্যবহার করতে ইউজারদের 'গুগল প্লেস্টোর' এবং অ্যাপ স্টোর থেকে 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপ ডাউনলোড করতে হবে। এই সিস্টেমটি দুর্গাপুজোর ভিড়ে মেট্রোয় যাতায়াতকে আরও আরামদায়ক এবং আনন্দদায়ক করে তুলবে বলেই আশা মেট্রো কর্তৃপক্ষের। মোবাইল বেসড QR কোড টিকিটিং সিস্টেমটি ব্লু লাইন, গ্রীন লাইন এবং অরেঞ্জ লাইনে ট্রায়াল ভিত্তিতে শুরু করা হয়েছে।   

east-west metro Howrah Metro Staion kolkata metro
Advertisment