Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! লক্ষ্মীপুজোয় কোন লাইনে স্বাভাবিক পরিষেবা? কোন লাইনে পরিবর্তন?

Metro Services, 06 October 2025: আগামী সোমবার লক্ষ্মীপুজোয় মেট্রো পরিষেবায় খানিক বদল আনা হয়েছে। জেনে নিন বিশদে।

Metro Services, 06 October 2025: আগামী সোমবার লক্ষ্মীপুজোয় মেট্রো পরিষেবায় খানিক বদল আনা হয়েছে। জেনে নিন বিশদে।

author-image
IE Bangla Web Desk
New Update
around 1 lakh downloads Aamar Kolkata Metro app  ,Aamar Kolkata Metro app campaign,  special push smart QR-ticketing app  ,Metro app download campaign,প্রায় ১ লাখ ডাউনলোড Aamar Kolkata Metro অ্যাপ,  Aamar Kolkata Metro অ্যাপ প্রচার,  QR-টিকেটিং অ্যাপ সেলফ-BK প্রচার,  মেট্রো অ্যাপ ডাউনলোড বিশেষ প্রচারণা

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Metro Services: লক্ষ্মীপুজোর দিনে, অর্থাৎ আগামী ০৬.১০.২০২৫ (সোমবার), কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে মোট ২৩৬টি (১১৮টি আপ ও ১১৮টি ডাউন) মেট্রো পরিষেবা চলবে। স্বাভাবিক ২৭২টির পরিবর্তে আগামী সোমবার মোট ২৩৬টি মেট্রো ছুটবে ব্লু লাইনে।

Advertisment

প্রথম সার্ভিস:

সকাল ০৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)

সকাল ০৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)

আরও পড়ুন- Eastern Railway: এক মাসেরও বেশি সময় ধরে বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, ভোগান্তি এড়াতে বিশদে জানুন

শেষ সার্ভিস:

সন্ধ্যা ২১:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)

সন্ধ্যা ২১:৩৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (পরিবর্তন নেই)

সন্ধ্যা ২১:৪৩ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (পরিবর্তন নেই)

আরও পড়ুন- Kolkata Metro: রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!

Advertisment

অন্যদিকে, আগামী সোমবার লক্ষ্মীপুজোর দিনে কলকাতা মেট্রো রেলের গ্রিন, ইয়েলো,পার্পল ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চলবে। তবে আগামিকাল ৫ অক্টোবর এবারের দুর্গাপুজোর কার্নিভালের জন্য মেট্রোরেলের ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা মিলবে।

আরও পড়ুন- Kolkata:তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! কেন্দ্রের বিচারেই ফের 'সেরার সেরা' কলকাতা!

উভয় লাইনে ৬টি অতিরিক্ত ট্রেন (৩টি আপ এবং ৩টি ডাউন) ২০ মিনিট অন্তরে চলবে। যাত্রীদের সুবিধার্থে এই তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। 

Bengali News Today Laxmi Puja kolkata metro