Advertisment

Kolkata Metro: যাত্রী স্বার্থে আজ অভূতপূর্ব পরিষেবা মেট্রোর, প্রশংসার ঝড় দিকে-দিকে!

Metro Railway, Kolkata: যাত্রী স্বার্থে যুগান্তকারী তৎপরতা কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। আজ বর্ষবরণের দিনে যাত্রীদের জন্য দারুণ তৎপরতা নিয়েছে মেট্রোরেল।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
Special Anti-Overriding Drive in Green Line-2:  কলকাতা মেট্রো বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ

Kolkata Metro: কলকাতা মেট্রো।

kolkata metro tightens security arrangements on new years eve: ব্লু লাইনের যাত্রীদের সুবিধার্থে আজ বর্ষবরণের দিন রাতে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। সেই সঙ্গে যাত্রীদের সুরক্ষায় মেট্রো রেলওয়ে আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দম দম এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে। এই স্টেশনগুলিতে ভিড় সকাল থেকেই বেড়েছে। এই স্টেশনগুলির ঢোকা ও বেরনোর গেটে সুপ্রশিক্ষিত RPF কর্মীরা মোতায়েন রয়েছেন। 

Advertisment

মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা RPF অফিসার এবং কর্মী মোতায়েন করা হয়েছে। একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের সমন্বয়ে একটি বিশেষ দল এবং দু'জন মহিলা স্টাফ সহ চারজন স্টাফ ময়দান, এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট স্টেশনে উপস্থিত রয়েছেন।

এই দলটি যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বাস্তব সময়ের পরিস্থিতি নিরীক্ষণ করার জন্য, উত্তর-দক্ষিণ মেট্রোর সেন্ট্রাল কন্ট্রোলে পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যাপকভাবে করা হচ্ছে।

আরও পড়ুন- Lagnajita Chakraborty-Kunal Ghosh: বর্ষবরণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বাদ লগ্নজিতা, নেপথ্যে কুণাল-রোষ?

Advertisment

আজ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একজন অফিসার এবং চারজন কর্মচারীর সমন্বয়ে আরেকটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। যাত্রীদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত সংখ্যক RPF কর্মী মোতায়েন করা হয়েছে। এই সব স্টেশনে নাশকতাবিরোধী চেকিংও করা হচ্ছে।

আরও পড়ুন- Sandeshkhali: গতকাল মমতা সভা করেছেন, আজ সন্দেশখালিতে শুভেন্দুর সভায় 'না' পুলিশের

happy new year Bangla News New Year Festive new year news of west bengal news in west bengal kolkata metro New Year Eve Bengali News Today
Advertisment