Kolkata Weather Today: ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়েও রইল বড় আপডেট

IMD Weather Forecast Update: গত কয়েকদিনের গুমোট গরম থেকে রবিবার সন্ধের হালকা ঝড়-বৃষ্টি ক্ষণিকের স্বস্তি দিয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

IMD Weather Forecast Update: গত কয়েকদিনের গুমোট গরম থেকে রবিবার সন্ধের হালকা ঝড়-বৃষ্টি ক্ষণিকের স্বস্তি দিয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Update: ফের তাপপ্রবাহের সতর্কতা জেলায়-জেলায়।

IMD Weather Update Today March 17: গত কয়েকদিনের গুমোট গরমের পর রবিবার সন্ধেয় হালকা ঝড়-বৃষ্টিতে স্বস্তির পরিবেশ ফিরেছে শহর থেকে জেলায়। শহর কলকাতাতেও গতকাল সন্ধেয় হালকা বৃষ্টি হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ থেকেই ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। সব মিলিয়ে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে গোটা রাজ্যে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর কয়েকটা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট গরমের পরিস্থিতি চললেও আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হতে পারে। ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। একেবারে সপ্তাহের শেষভাগ পর্যন্ত চলবে এই বৃষ্টি পর্ব।

Advertisment

আরও পড়ুন- Birbhum News: জল খাওয়ার বাহানায় গৃহবধূকে একা পেয়ে কুকীর্তি! ঘরে ঢুকে মুখে সেলোটেপ সেঁটে ধর্ষণ যুবকের

কলকাতার ওয়েদার আপডেট 

কলকাতা শহরে আজ গুমোট গরম থাকবে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তিলোত্তমা মহানগরীতেও হাওয়া বদল হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃহস্পতিবার থেকে মহানগরীতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Uttar Dinajpur News: শখের পুরুষের হাত ধরে ঘর ছেড়েছে মেয়ে, জীবিত কন্যার শ্রাদ্ধ করলেন বাবা

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে।

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office