/indian-express-bangla/media/media_files/2025/09/09/capsized-2025-09-09-11-33-37.jpg)
Boat capsized: বাঁদিকে নদীর পাড়ে ভিড় উদ্বিগ্ন পরিজনদের। ডানদিকে, নদীতে চলছে তল্লাশি-উদ্ধারকাজ।
Murshidabad-Boat capsized: মঙ্গলবার সাতসকালে বিরাট বিপত্তি! ভরা নদীতে হঠাৎই উল্টে যায় নৌকা। ৩০ থেকে ৩৫ কৃষক ছিলেন সেই নৌকাটিতে। আচমকা জলে পড়ে এখনও বেশ কয়েকজন নিখোঁজ, তবে অনেককেই উদ্ধার করা হয়েছে। নদীর পাড়ে ভিড় স্থানীয়দের।
ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগরের। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চরের জমিতে কাজের উদ্দেশ্যে একটি নৌকায় চেপে রওনা দিয়েছিলেন ৩০ থেকে ৩৫ জন কৃষক। চর সরণদাসপুর কারগিল ঘাট থেকে নৌকায় চেপে ওই কৃষকেরা নদীর অপর পাড়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন- Durga Puja 2025:দিঘার 'জগন্নাথ ধাম' খাস কলকাতায়! নিপুণ শৈলীতে তাবড় পুজোকে মাত দেবে এই ক্লাব
নদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। জলে পড়ে যান কৃষকরা। এরপর স্থানীয়রাই কোনওভাবে অনেককেই উদ্ধার করেছেন। কেউ কেউ সাঁতরে প্রাণে বেঁচেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও বেশ কয়েকজন নদীতে নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নদীর পাড়ে এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
জোরদার তৎপরতায় স্থানীয় পুলিশ প্রশাসন নিখোঁজ কৃষকদের খোঁজ চালাচ্ছে। এ কাজে ডুবুরিদের সাহায্য নেওয়া হচ্ছে। নিখোঁজ কৃষকদের আত্মীয়রা প্রবল উৎকণ্ঠায় নদীর পাড়ে ভিড় করেছেন।