Boat capsized:মাঝনদীতে হাড়হিম করা বিপর্যয়! রুদ্ধশ্বাস মুহূর্ত! আচমকা নৌকা উল্টোতেই...

Boat capsized-Raningar: নদীর অপর পাড়ে চাষের কাজে যাচ্ছিলেন কৃষকরা। মাঝনদীতেই ঘটে যায় ওই বড়সড় বিপত্তি।

Boat capsized-Raningar: নদীর অপর পাড়ে চাষের কাজে যাচ্ছিলেন কৃষকরা। মাঝনদীতেই ঘটে যায় ওই বড়সড় বিপত্তি।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Raninagar boat capsized farmer missing,  boat capsized Raninagar Murshidabad Mura Padma  ,overloaded boat Raninagar Murshidabad farmer missing,  Raninagar boat accident Murshidabad farmers missing,মুর্শিদাবাদ রানিনগরে নৌকাডুবি কৃষক নিখোঁজ  ,রানিনগর মাঝনদীতে নৌকাডুবি কৃষক তলিয়ে গেছেন,  রানিনগর নৌকা দুর্ঘটনা কৃষক নিখোঁজ,  মরা পদ্মানদীতে নৌকাডুবি, রানিনগরে কৃষক খুঁজছে ডুবুরি

Boat capsized: বাঁদিকে নদীর পাড়ে ভিড় উদ্বিগ্ন পরিজনদের। ডানদিকে, নদীতে চলছে তল্লাশি-উদ্ধারকাজ।

Murshidabad-Boat capsized: মঙ্গলবার সাতসকালে বিরাট বিপত্তি! ভরা নদীতে হঠাৎই উল্টে যায় নৌকা। ৩০ থেকে ৩৫ কৃষক ছিলেন সেই নৌকাটিতে। আচমকা জলে পড়ে এখনও বেশ কয়েকজন নিখোঁজ, তবে অনেককেই উদ্ধার করা হয়েছে। নদীর পাড়ে ভিড় স্থানীয়দের। 

Advertisment

ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগরের। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চরের জমিতে কাজের উদ্দেশ্যে একটি নৌকায় চেপে রওনা দিয়েছিলেন ৩০ থেকে ৩৫ জন কৃষক। চর সরণদাসপুর কারগিল ঘাট থেকে নৌকায় চেপে ওই কৃষকেরা নদীর অপর পাড়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন- Durga Puja 2025:দিঘার 'জগন্নাথ ধাম' খাস কলকাতায়! নিপুণ শৈলীতে তাবড় পুজোকে মাত দেবে এই ক্লাব

Advertisment

নদীতে হঠাৎই নৌকাটি উল্টে যায়। জলে পড়ে যান কৃষকরা। এরপর স্থানীয়রাই কোনওভাবে অনেককেই উদ্ধার করেছেন। কেউ কেউ সাঁতরে প্রাণে বেঁচেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও বেশ কয়েকজন নদীতে নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নদীর পাড়ে এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

আরও পড়ুন-West Bengal news live Updates: সংসদে চলছে ভোটগ্রহণ, ধনখড়ের উত্তরসূরি ঠিক হয়ে যাবেন আর কয়েক ঘণ্টাতেই

জোরদার তৎপরতায় স্থানীয় পুলিশ প্রশাসন নিখোঁজ কৃষকদের খোঁজ চালাচ্ছে। এ কাজে ডুবুরিদের সাহায্য নেওয়া হচ্ছে। নিখোঁজ কৃষকদের আত্মীয়রা প্রবল উৎকণ্ঠায় নদীর পাড়ে ভিড় করেছেন। 

আরও পড়ুন-Nepal Protests:১৯ প্রাণের বিনিময়ে নড়ল টনক, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালের, আজও কাঠমাণ্ডুতে কারফিউ

Boat capsizes Murshidabad Bengali News Today