/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-10-27-51.jpg)
উৎসবে মাতোয়ারা শহর কলকাতা Photograph: (পার্থ পাল)
উৎসবে মাতোয়ারা শহর কলকাতা। চতুর্থীর সন্ধ্যা থেকে রাজপথের দখল গিয়েছে জনতার হাতে। পঞ্চমীর সন্ধ্যায় কার্যত জনজোয়ারের সাক্ষী থেকেই তিলোত্তমা। আবহাওয়ার খামখেয়ালির মধ্যেও পুজোর এই চারটে দিন উৎসবের আনন্দে কোন রকমের ঘাটতি রাখতে চাইছেন না উৎসবপ্রিয় বাঙালি।
'আমাদের এক প্রতিবেশী দেশই সন্ত্রাসের আঁতুড়ঘর...', ভরা সভায় পাকিস্তানকে 'অপমান' জয়শঙ্করের
পঞ্চমীর দিনেই কলকাতায় রেকর্ড ভিড়। যাননিয়ন্ত্রণে কার্যত হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকর্মীদের। পঞ্চমীর ভিড় এবং যানজট দেখে শহরবাসীর একাংশ মনে করছেন পুলিশ এমন ভিড়ের জন্য প্রস্তুত ছিল না। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, "শুক্রবারের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।" বৃষ্টির কারণে অনেকে দুপুর থেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন।
এত মৃত্যু....বাকরুদ্ধ অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি, প্রথম বিবৃতিতে গলা ধরে এল...
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ভিড় আরও বেড়েছে। হাতিবাগান, চৌরঙ্গী এবং গড়িয়াহাট চত্ত্বরে ভিড় ছিল চোখে পড়ার মত। প্রিন্স আনোয়া শাহ রোড থেকে ক্যাম্যাক স্ট্রিটও সবর্ত্রই ছবিটা ছিল এক।
খান্না, হাতিবাগান ও মানিকতলার বেশ কিছু অংশে যান চলাচল অনেকটাই স্লথ হয়ে পড়ে। সন্ধ্যার দিকে উত্তর কলকাতার বেশ কয়েকটি প্রধান পুজো মন্ডপ যেমন বাগবাজার সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট এবং কাশী বোস লেনে দীর্ঘ লাইন চোখে পড়ে। কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারে ধরা পড়েছে জনজোয়ারের ছবি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us