kolkata police stf raid in bihar recovers arms from arms factory: এবার শিয়ালদায় অস্ত্র উদ্ধারের সঙ্গে মুঙ্গেরের (Munger) যোগ পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। গোপন সূত্রে খবর পেয়ে বিহারের মুঙ্গেরের তারাপুরে হানা দিয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সেখানেই থালা বানানোর কারখানির আড়ালে মিলেছে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ। দু'জনকে গ্রেফতারও করা হয়েছে।
দিন কয়েক আগেই কলকাতার বুকে একেবারে সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি ৯০ রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযান চালায়। সেই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছিল।
ধৃত ব্যক্তিকে জেরা করেই এবার কলকাতায় অস্ত্র উদ্ধারের সঙ্গে বিহারের মুঙ্গের যোগ পেল পুলিশ। বুধবার রাতে বিহারের তারাপুরে হানা দিয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, তাদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশ এবং বিহার পুলিশের STF-এর একটি দল। একটি খাবারের থালা বানানোর কারখানার নিচে গোপন ঘরের হদিশ পায় পুলিশ। চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি হয় তদন্তকারীদের। সেখানেই মেলে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ।বন্দুক, পিস্তল তৈরির নানা যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে।
আরও পড়ুন- Kolkata Municipal Corporation: সাপের হানা কলকাতা পুরসভায়, আতঙ্কে থর হরি কম্প দশা কর্মীদের!
আরও পড়ুন- West Bengal News Live: ট্যাব দুর্নীতির তদন্তে SIT, অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ
খাবারের থালা বানানোর কারখানার পিছনে গোপনে আগ্নেয়াস্ত্র বানানোর কারবার চলত সেই বাড়িতে। ওই কারখানা থেকে পিস্তলের যন্ত্রাংশ, লেদ মেশিন সহ আরও কিছু যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বাড়িমালিক মোহাম্মদ মুনাজির হোসেন ও তার শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।