Advertisment

Shahjahan Sheikh: একে একে অনেকেরই জামিন, তাঁর আর শিকে ছিঁড়ছে না! তিতিবিরক্ত শাহজাহানের চরম সিদ্ধান্ত!

Sandeshkhali-Shahjahan Sheikh: সন্দেশখালিতে তাঁর বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। প্রথমে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিও শেখ শাহজাহানকে গ্রেফতার করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shahjahan Sheikh of Sandeshkhali changed his lawyer: আইনজীবী বদল শেখ শাহজাহানের

Shahjahan Sheikh: শেখ শাহজাহান।

Shahjahan Sheikh changed his lawyer: গ্রেফতারির পর ৯ মাস কেটে গেলেও এখনও জেলে বন্দি রয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) একদা বেতাজ বাদশা শেখ শাহাজাহান (Shahjahan Sheikh)। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, রেশন পাচার মামলায় একে একে গ্রেফতার হয়েছেন অনেকে। তাঁদের অনেকেই এখন জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু তাঁর জামিন হচ্ছে না। এবার তাই নিজের আইনজীবীকেই বদলে ফেললেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)।

Advertisment

এতদিন শেখ শাহাজানের হয়ে আদালতে সওয়াল করতেন আইনজীবী জাকির রুমান। তবে তাঁর উপর আর ভরসা করতে পারছেন না একদা দ্বীপাঞ্চলের 'শেষ কথা' শাহজাহান। এবার তাই নতুন আইনজীবী নিলেন শাজাহান। তাঁর নতুন আইনজীবী বিপ্লব দাশগুপ্ত। প্রথমে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছিল। পরে তাঁকে গ্রেফতার করে CBI। 

শেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED শাহজাহানকে গ্রেফতার করেছে। ED-র অভিযোগ শুরু থেকেই মামলার তদন্তে অসহযোগিতা করছেন শাহজাহান। সূত্রের খবর, দফায় দফায় জেরা করা হয়েছে শেখ শাহজাহানকে। বসিরহাট সংশোধনাগারে গিয়ে শাজাহানকে জেরা করেছেন ইডির আধিকারিকরা। 

আরও পড়ুন- West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির শিকড়ের খোঁজে পুলিশ, মূল মাথার খোঁজে এবার বড়সড় পদক্ষেপ!

আরও পড়ুন- West Bengal News Live: ট্যাব দুর্নীতিতে ধৃত শিক্ষক থেকে রাজমিস্ত্রি...পুলিশকে ফের কর্তব্যের পাঠ আদালতের

আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

কোনও প্রশ্নেরই সদুত্তর শাহজাহান দিচ্ছেন না বলে দাবি ইডি সূত্রের। নামে-বেনামে শাহজাহান ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এমনকী রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান বিদেশে টাকা পাচার করেছেন বলেও অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর শাহজাহান এড়িয়ে যাচ্ছেন বলে ইডি সূত্রের দাবি। এদিকে শাহজাহান জেলে থেকেই অন্তত জামিনে মুক্ত হওয়ার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার তাই আইনজীবী বদলে জেল থেকেই নতুন লড়াইয়ে একদা সন্দেশখালির বেতাজ বাদশা।

আরও পড়ুন- Memari Incident: কান পাতছিল না লোকাল থানা, SP-কে জানাতেই 'অ্যাকশন'! নাটকীয় গ্রেফতারি!

sheikh shahjahan tmc ED Sandeshkhali Sheikh Shahjahan Arrested cbi seikh shahjahan
Advertisment