Advertisment

Kolkata Municipal Corporation: সাপের হানা কলকাতা পুরসভায়, আতঙ্কে থর হরি কম্প দশা কর্মীদের!

Kolkata Municipal Corporation: সাপের আতঙ্কে তটস্থ কলকাতা পুরসভার কর্মীরা। গতকাল ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিসঘরে হানা দিয়েছিল সাপ। বৃহস্পতিবারও ফের সাপের দেখা মিলেছে পুরভবনে। যা নিয়ে প্রবল আতঙ্কে রয়েছেন পুরকর্মীরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Panic has spread after seeing a snake in Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভায় সাপের দেখা

প্রতীকী ছবি।

Panic has spread after seeing a snake in Kolkata Municipal Corporation: এই নিয়ে পরপর দু'দিন, সাপের আতঙ্কে থর হরি কম্প দশা কলকাতা পুরসভায়। গতকাল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিসঘরে হানা দিয়েছিল সাপ। গতকালের পর আজ ফের সাপের দেখা মেলে কলকাতা পুরসভায়। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরভবনে। কার্বলিক অ্যাসিড ছড়ানো হচ্ছে পুরসভার বিভিন্ন দিকে। 

Advertisment

বৃহস্পতিবার আবারও কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) সাপের (Snake) দেখা মেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন পুরসভার ক্লাবঘরের বারান্দায় সাপের দেখা পেয়েছেন কয়েকজন। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পুরভবনে। গতকাল সাপের হদিশ মেলার পরেই পুরো ভবনে ডেকে পাঠানো হয় বনদফতরের কর্মীদের। তবে সাপের হদিশ মেলেনি। পুরসভায় কার্বলিক অ্যাসিড ছড়িয়ে চলে যান বনকর্মীরা।

বৃহস্পতিবার ফের একবার কলকাতা পুরসভায় সাপের দেখা মিলেছে। এদিন পুরসভার ক্লাবঘরের বাইরে বারান্দায় সাপ দেখতে পেয়েছেন কয়েকজন। তাতেই আতঙ্ক চরমে উঠেছে। সাপের খোঁজে গোটা পুরভবন তোলপাড় করে দিচ্ছেন বনকর্মীরা। আলিপুর চিড়িয়াখানা থেকেও এসেছেন সর্প বিশারদরা। দিকে দিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে সাপকে কাবু করার চেষ্টা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্তও সাপের দেখা মেলেনি।

আরও পড়ুন- West Bengal News Live: ট্যাব দুর্নীতির তদন্তে SIT, অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ

আরও পড়ুন- Shahjahan Sheikh: একে একে অনেকেরই জামিন, তাঁর আর শিকে ছিঁড়ছে না! তিতিবিরক্ত শাহজাহানের চরম সিদ্ধান্ত!

যদিও বনকর্মীরা জানিয়েছেন, যে সাপটির কথা বলা হচ্ছে সেটি নির্বিষ। অর্থাৎ তার বিষ নেই। তাই সাপ নিয়ে আতঙ্কের কোনও কারণ দেখছেন না তাঁরা। বৃহস্পতিবার বনদফতরের পাশাপাশি নিকাশি বিভাগের কর্মীরাও সাপ ধরার অভিযানে এসে গিয়েছেন কলকাতা পুরসভায়। সাপ এখনও ধরা পড়েনি। আতঙ্ক কাটছে না পুরসভার কর্মীদের।

আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?

আরও পড়ুন- West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির শিকড়ের খোঁজে পুলিশ, মূল মাথার খোঁজে এবার বড়সড় পদক্ষেপ!

Snake kolkata Kolkata Municipal Corporation
Advertisment