Advertisment

Junior Doctors: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের, কারণ ঘিরে জোর চর্চা

Junior Doctors emailed Chief Secretary: এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর নবান্ন সভা ঘরে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেও তাঁদের বৈঠক হয়েছিল। এবার সেই মনোজ পন্থকেই ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Junior Doctors, Manoj Pant, west bengal govt,জুনিয়র ডাক্তার, মনোজ পন্থ

ফের মুখ্যসচিবকে ইমেইল জুনিয়র ডাক্তারদের।

Junior Doctors: আবারও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। এর আগের বৈঠকে রাজ্য সরকারের কাছে মোট ৭ দফা দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁদের সেই দাবিগুলিরই বেশিরভাগই পূরণ হয়নি বলে জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। এব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

Advertisment

অচলাবস্থা যেন কেটেও কাটে না। আবারও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বৈঠকের পর নবান্নে (Nbanna) মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলির সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবিদাওয়া পেশ করেছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। সরকার তাঁদের দাবি পূরণ করবেন বলে মনে করেছিলেন তাঁরা। 

তবে এখনও পর্যন্ত সেই সব দাবির অধিকাংশই পূরণ হয়নি বলে মনে করছেন জুনিয়ার ডাক্তাররা। তাই তাঁদের সেই দাবিগুলি মুখ্যসচিবকে মনে করিয়ে দিতেই ফের তাঁকে ইমেল করেছেন চিকিৎসকরা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে থ্রেট কালচারের অবসান, মেডিকেল কলেজগুলিতে গণতান্ত্রিক উপায়ে ছাত্র প্রতিনিধি বেছে নিতে নির্বাচন, ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্য কর্মীদের প্রতিনিধি নিয়ে টাস্ক ফোর্স তৈরি-সহ মুখ্যসচিব মনোজ পন্থের কাছে মোট ৭ দফা দাবি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন- Ishwar Chandra Vidyasagar: অবাক হবেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি আগে জানতেন?

আরও পড়ুন- Jute Mill Close: পুজোর মুখে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! একদিনে কর্মহীন শ'য়ে-শ'য়ে শ্রমিক

আরও পড়ুন- West Bengal Weather Update: দুর্যোগ থেকে নিস্তার নেই এখনই, আরও চরম বৃষ্টির প্রবল সতর্কতা, আবহাওয়ার উন্নতি কবে?

সেই দাবিগুলি পূরণের ব্যাপারে এবার ফের একবার মুখ্যসচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। এব্যাপারে মুখ্যসিচব রাজ্যের তরফে জুনিয়র ডাক্তারদের কী জানাবেন নজর সেদিকেই। 

আরও পড়ুন- Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?

WB govt RG Kar Case Junior Doctors
Advertisment